ছবি প্রতীকী
আধার কার্ডে ঠিকানা বদলের জন্য ঝক্কির দিন শেষ। এ বার পরিবারের প্রধানের সম্মতির ভিত্তিতে অনলাইনেই পরিবারের সদস্যরা সহজেই আধার কার্ডে ঠিকানা বদলে ফেলতে পারবেন। মঙ্গলবার আধার কার্ড বিষয়ক নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই) এ নিয়ে একটি একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারের প্রধানের সম্মতিতে আধার অনলাইনে ঠিকানা আপডেটের অনুমতি দিয়েছে। এত দিন কেবল পরিবারের প্রধানেরা অনলাইনে এই সুবিধা পেতেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেলফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর মাধ্যমে ঠিকানা আপডেট করা যেত।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা
স্বাদে-গন্ধে: একঘেয়ে চিকেন কারি আর ভালো লাগছে না? বাড়িতেই রেস্তোরাঁর মতো বানিয়ে ফেলুন মুর্গ মালাই হান্ডি
ইউআইডিএআই-এর এই বিজ্ঞপ্তি এও বলা হয়েছে, আধার কার্ডে ঠিকানা বদলের জন্য রেশন কার্ড, মার্কশিট, বিয়ের শংসাপত্র, পাসপোর্ট ইত্যাদি নথি প্রমাণ হিসেবে জমা দিতে হবে। এর পরে আবেদনকারীকে পরিবারের প্রধানের সঙ্গে তাঁর নিজের সম্পর্কের কথা বিস্তারিতে উল্লেখ করে আধার কার্ডে ঠিকানা বদলের সম্মতিপত্র জমা দিতে হবে। এই কাজ শুধু আধার কেন্দ্র নয়, অন্য জায়গা থেকেও অনলাইনে এই পরিষেবা পাওয়া যাবে।