সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আধার কার্ড সংশোধন করতে আর যেতে হবে না নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে। ছবি আপডেট করা, ঠিকানা বদল থেকে ফোন নম্বর যুক্ত বা বদল সবই করা যাবে বাড়ি বসে। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ডাক বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত পরিষেবা দেবে। ডাক বিভাগের কর্মীরা যেমন চিঠি দিতে আসেন, তেমনি আধারের সংশোধনের জন্যও তাঁরা বাড়িতে পৌঁছে যাবেন। এর জন্য ইতিমধ্যে প্রায় ৪৮ হাজার কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে ডাক বিভাগের আরও দেড় লক্ষ কর্মীকে। এই কাজের সুবিধার জন্য কর্মীদের কাছে ল্যাপটপ থাকবে।

Skip to content