অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ চলছে। কিন্তু মন্দিরের উদ্বোধনের আগেই গোটা শহর সাজিয়ে তোলার বিস্তারিত পরিকল্পনা করা হয়ে গিয়েছে। ঠিক করা হয়েছে সারা শহরে প্রয়োগ করা হবে একই রং-বিধি। শহরের সমস্ত মন্দিরের রঙ হবে গেরুয়া। বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানও রাঙানো হবে নির্দিষ্ট রঙে। অযোধ্যা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মন্দিরের রং স্থিরও করে ফেলা হয়েছে। এখন বিভিন্ন ভাবনাচিন্তা চলছে অন্যান্য পরিকাঠামোর রং নিয়ে।
অযোধ্যা উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানুষের বাসস্থান, ধর্মীয় স্থান এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গার ক্ষেত্রে এক একটি রং বেছে নেওয়া হবে। শহর এবং সংলগ্ন এলাকায় সমস্ত পরিকাঠামোতেই থাকবে নির্দিষ্ট রঙ। রাম জন্মভূমি এলাকায় সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া। শুধু মন্দির, বাড়ি বা বাণিজ্যিক সংস্থাই নয়, রাস্তার দু’ধার বা ফুটপাথেও নির্দিষ্ট রং করা হবে।
আরও পড়ুন:
৭৮ বছর বয়সে নিভৃতে চলে গিয়েছিলেন বাংলা সাহিত্যের ভীষ্ম পিতামহ/৩
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত
পর্ষদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, রামমন্দির এলাকার সমস্ত মন্দির ছাড়া সাদাতগঞ্জ থেকে ফৈজাবাদ শহরে সরযূর তীর পর্যন্ত সমস্ত বেসরকারি বিল্ডিংয়েও একই রং করা হবে। কী রং হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।