শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিল করে দিয়েছে। এই খবরটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইউআইডিএআই জানিয়েছে, বাতিল হওয়া আধার নম্বর আসলে নকল বা জাল। এগুলি অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হতো অপরাধমূলক কাজকর্মের জন্য। তাই কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়ে প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এও জানান হয়েছে, জালিয়াতি রুখতে আধার কার্ড সংক্রান্ত আরও কড়া পদক্ষেপ করা হয়েছে। শক্তিশালী করা হয়েছে ডেমোগ্রাফিক ম্যাচিং প্রক্রিয়াকে। নতুন নাম তালিকাভুক্তের ক্ষেত্রে বায়োমেট্রিক ম্যাচিং বাধ্যতামূলক। বাধ্যতামূলক করা হয়েছে ছবিও।
 

আপনার আধার কার্ড সুরক্ষিত কি না, বোঝার উপায় কী?

এক্ষেত্রে আধার কার্ড যাচাইয়ের জন্য প্রথমে আপনাকে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক:

https://resident.uidai.gov.in/offlineaadhaar

পরের ধাপে ‘আধার ভ্যারিফাই’ অপশনে ক্লিক করুন।
তারপর আপনার ১২ অঙ্কের আধার নম্বর বা ‘ভার্চুয়াল আইডি’ দিন।
এবার নম্বর টাইপ করার পর, স্ক্রিনে প্রদর্শিত বিশেষ কোডকে ব্যবহার করুন। তারপর ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপির জন্য পাওয়ার জন্য ক্লিক করুন।
এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি এসেছে কিনা দেখুন। ওটিপি এলে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় ব্যবহার করুন।
সব শেষে ওয়েবসাইটে একটি নতুন পাতা খুলবে। ওই পাতায় লেখা থাকবে আপনার আধার নম্বরটি সুরক্ষিত আছে কি না।


Skip to content