সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বাংলায় বন্দে ভারতের আরও একটি রেক পৌঁছল। সেটি বুধবার রাতে খড়্গপুর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছেছে। রেল সূত্র জানা গিয়েছে, সদ্য আসা রেকটি হাওড়া-পুরী রুটে চলাচল করবে। যদিও রেল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছুই জানাননি।
রেল সূত্রে খবর, রেকটি ওড়িশার বালেশ্বর ও খড়্গপুর হয়ে বুধবার রাতে সাঁতরাগাছি কারশেডে পৌঁছেছে। এও জানা গিয়েছে, চলতি সপ্তাহের যে কোনও দিন ১৬ কামরার এই রেকের ট্রায়াল রান হবে। রেকটি হাওড়া থেকে ছাড়বে, যাবে পুরী পর্যন্ত। আবার পুরী থেকে হাওড়ায় ফিরবে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রায়াল রানের পর খুব তাড়াতাড়ি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে।
আরও পড়ুন:

কলকাতায় মুষলধারে বর্ষণ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, বিকেলেই অন্ধকারে ডুবল শহর

হাত বাড়ালেই বনৌষধি: ডাব ও নারকেলের ইতিকথা

এদিকে, খড়্গপুর ডিভিশন সূত্রে খবর, ক্যাটারিং থেকে শুরু করে টিকিট পরীক্ষক (টিটিই) সব কিছুই তৈরি করা হয়ে গিয়েছে। হাওড়া-পুরী রুটে খড়্গপুর, কটক, ভুবনেশ্বর এই তিনটি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস থামতে পারে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি-র কথায়, ‘‘বন্দে ভারত এক্সপ্রেসের একটি রেক এসে পৌঁছেছে। যদিও সেটি কোন রুটে চলবে সে বিষয়ে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। রেল মন্ত্রক থেকে জানানো হলে তবেই আমরা ঘোষণা করব।’’
আরও পড়ুন:

আয়ু বাড়াতে চান? তাহলে এই তিন অভ্যাস এখনই ছাড়তে হবে

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১৭: ভগবানকে ভুলে আমরা থাকতে পারি কিন্তু তিনি কখনওই আমাদের ভুলে থাকেন না

খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, ‘‘একটি রেক বুধবার রাতে এসেছে। আপাতত সাঁতরাগাছি কারশেডে সেটি আছে। কোন রুটে, কবে থেকে ট্রেন চলবে সে সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি। ট্রেনটি বালেশ্বর হয়ে খড়্গপুর এসেছিল। কয়েক দিনের মধ্যে ট্রায়াল রান শুরু হবে। তবে কবে থেকে চালু হবে, এখনও সিদ্ধান্ত হয়নি।’’

Skip to content