সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত। হাড়হিম করা শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের একাধিক জায়গা বিপর্যস্ত। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, এবার নিয়ে গত ২৩ বছরে তিন বার তাপমাত্রার এতটা পারদপতন হয়েছে। শুধু তাই নয়, একটানা এত দিন ধরে শৈত্যপ্রবাহ গত দশ বছরেও দেখা যায়নি। এমনটা জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে।
এর আগে এরকম একটানা হাড়হিম করা ঠান্ডা পরেছিল ২০১৩ সালে। সে-বার জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজধানী দিল্লির তাপমাত্রা টানা ৭ দিন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। এর মধ্যে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমেছিল ৬ জানুয়ারি।
একই রকম পরিস্থিতি হয়েছিল ২০০৬ সালেও। সে-বার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। এ বছরেও তাই হয়েছে।
আরও পড়ুন:

গঙ্গাসাগরের ভিড় সামলাতে ১২টি অতিরিক্ত ট্রেন চালাবে রেল, এই প্রথম যাত্রী সুরক্ষায় রেলপথে কেন্দ্রীয় বাহিনীও

ইস্ত্রি খারাপ হয়ে গিয়েছে? জেনে নিন পোশাক ইস্ত্রি করার ৩টি সহজ বিকল্প

এ বার শৈত্যপ্রবাহের জেরে জানুয়ারির ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছিল ৫০ মিটারেরও কম। এর ফলে বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বাতিল হয়েছে একাধিক বিমানও। সব মিলিয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৭: মনের মাধুরী মিশায়ে রচেছি তোমারে ‘কল্যাণী’

খাই খাই: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

মৌসম ভবন জানিয়েছে, ২০১৯ সাললের পর এই প্রথম বার রাজধানী দিল্লি একটানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। এ সবের পাশাপাশি বৃহস্পতিবার আবার দিল্লিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সারা সপ্তাহ এরকম শীত থাকবে বলেও হাওয়া দফতর জানিয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলেও আবহাওয়া দফতর সতর্ক করেছে।

Skip to content