ছবি প্রতীকী
ক্রমশ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলায় সরাসরি ‘মনদৌস’-এর প্রভাব পড়বে না। তবে ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় শীতের শিরশিরানি কমবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকতে পারে। আর ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া দফতর মনে করছে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমবেশি স্বাভাবিকই থাকবে। তবে হাওয়া দফতর এও জানিয়েছে, রাজ্যে শুক্রবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে স্বাভাবিক ভাবে উধাও হতে পারে শীতের আমেজ। তবে ‘মনদৌস’-এর প্রভাব কেটে গেলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
স্নানের জলে এই ৩ উপাদান ভালো করে মিশিয়ে নিন, শরীর ভালো থাকবে, ত্বকও হবে উজ্জ্বল
কিম্ভূতকাণ্ড, পর্ব-২: শেকড়বাকড়-লতাপাতা, গন্ডারের শিং, বাঘের নখ— যে ভাবেই হোক শরীরের বয়সটা কমিয়ে দাও
মৌসম ভবন জানিয়েছে, ‘মনদৌস’-এর প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। চেন্নাইয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই।