শনিবার ৯ নভেম্বর, ২০২৪


যুদ্ধজাহাজ আইএনএস মার্মাগাঁও।

ভারতীয় নৌসেনা নতুন যুদ্ধজাহাজের শক্তি পরীক্ষা করল। আর প্রথম পরীক্ষাতেই সফল যুদ্ধজাহাজ শত্রুদেশের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস মার্মাগাঁও। রবিবারই এই রণতরীর ছিল প্রথম পরীক্ষা। শব্দের চেয়ে তিন গুণ গতির ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যে পৌঁছনোর চ্যালেঞ্জ ছিল আইএনএস মার্মাগাঁও সামনে। মার্মাগাঁও প্রথম পরীক্ষাতেই বাজিমাত করেছে। ব্রহ্মস একেবারে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছে। তবে আন্তর্জাতিক মহল অবশ্য ভারতীয় নৌবাহিনীর এই শক্তি পরীক্ষাকে একরকম শক্তির আস্ফালন বলেই মনে করছে।
ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্মাগাঁও ছ’মাস আগেই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৫বি’-র অধীন মূলত দেশীয় প্রযুক্তি তৈরি এই দ্বিতীয় রণতরীটি। এটি তৈরি করেত খরচ হয়েছে ৩৫ হাজার ৮০০ কোটি টাকা।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান: ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? বাস্তুশাস্ত্র মতে কেনার আগে অবশ্যই নজর দিন এই বিষয়গুলিতে

টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে

গত ডিসেম্বরে এই রণতরীর উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তখন নৌবাহিনী জানিয়েছিল, পারমাণবিক বা জৈব হামলাতেও আইএনএস মার্মাগাঁও-র কিছু হবে না। এতে ৭০ কিমি-র মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছোড়ার যাবতীয় ব্যবস্থা সাজানো রয়েছে।

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

মুখ খুললেই বিড়ম্বনা? এই ৩ উপায়ে কমাতে পারেন মুখের দুর্গন্ধ

মার্মাগাঁওয়ে রয়েছে একাধিক রেডার, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো উচ্চমানের অস্ত্রও। রবিবার ২৯০ কিমি থেকে ৪৫০ কিমি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা ছিল। যদিও কোথায় উৎক্ষেপণ পরীক্ষা হয়েছে তা জানা যায়নি। ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন নাভাল কম্যান্ড জানিয়েছে, এই পরীক্ষা আসলে সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর আগুনে উপস্থিতির জ্বলন্ত প্রমাণ।

Skip to content