বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি। উচ্চতা ৩৬৯ ফুট। রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা এলাকায় নির্মিত ওই শিবমূর্তি শনিবার উন্মোচিত করা হয়েছে। মূর্তির নাম দেওয়া হয়েছে ‘বিশ্ব স্বরূপম’। প্রায় ছ’বছর সময় লেগেছে মূর্তি তৈরি করতে। এটি বিশ্বের পাঁচটি উচ্চতম মূর্তির মধ্যে একটি। শনিবার ‘বিশ্ব স্বরূপম’ মূর্তির উন্মোচন করা হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও বিধানসভার স্পিকার সিপি যোশীর উপস্থিতিতে।
‘বিশ্ব স্বরূপম’ মূর্তি তৈরি করা হয়েছে ‘তাত পদম’ নামক একটি সংস্থার উদ্যোগে। এ প্রসঙ্গে সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য মদন পালিওয়াল বলেন, শিবমূর্তি উদ্বোধন উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর— ন’দিন ধরে ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধ্যানস্থ শিবমূর্তি রাজস্থানের পর্যটনকে নতুন মাত্রা দেবে’’।
আরও পড়ুন:
‘বিজেপি টিকিট দিলে আগামী লোকসভা নির্বাচনে লড়তে চাই’, ঘোষণা বলিউড তারকা কঙ্গনা রানাউতের
দেবীপক্ষের প্রাককালে তিনিই তো দুর্গা…
শিবমূর্তি ৫১ ফুট উঁচু পাহাড়ের উপর তৈরি করা হয়েছে। মূলত সিমেন্ট দিয়ে তৈরি মূর্তির উপর নিখুঁত ভাবে পঞ্চধাতুর প্রলেপ দেওয়া হয়েছে। শিবমূর্তি তৈরি করতে মোট ৩০০০ টন ইস্পাত এবং লোহা, ২.৫ টন সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়েছে। ধ্যানস্থ শিবমূর্তি কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। এমনকি, রাতেও যাতে অনেক দূর থেকে পরিষ্কার ভাবে দেখা যায় তার জন্য বিশেষ ধরনের আলো ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, প্রথম মূর্তি তৈরির পরিকল্পনা করা হয় ২০১২ সাল নাগাদ। এর পর পরিকল্পনা মতো ধীরে ধীরে মূর্তি তৈরির কাজ এগোয়।
The majestic statue of Lord Shiva in Nathdwara, also known as the 'Statue of Belief', will mesmerise you every time you see it. ?: Vishnu Gaur #shiva #statueofbelief #mesmerise #nathdwara #explorerajasthan #travelrajasthan #padharomharedes #rajasthantourism #rajasthan pic.twitter.com/y1gqzDrxWB
— Rajasthan Tourism (@my_rajasthan) October 4, 2022