মুক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যাকারী পেরারিভালন। ৩১ বছর জেলবন্দি থাকার পর দেশের শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। আগেই পেরারিভালন-এর মুক্তির জন্য আবেদন জানিয়েছিল তামিলনাড়ু সরকার। এবার সুপ্রিম কোর্ট বুধবার বিশেষ অধিকার প্রয়োগ করে তামিলনাড়ু সরকারের আবেদনকে মঞ্জুর করল। আদালত এও জানিয়ে দিয়েছে, রাজ্যপাল সেই রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে বাধ্য। আপাত্ত পেরারিভালন জামিনে মুক্ত রয়েছেন। তিনি তাঁর জেলমুক্তির আবেদনে জানিয়েছিলেন, ৩১ বছর ধরে জেলে বন্দি আছি। আবার আমাকে রেহাই দেওয়া হোক। উল্লেখ্য, তামিলনাড়ু মন্ত্রিসভা পেরারিভালন স্থায়ী মুক্তি নিয়ে ২০০৮ সালে সিদ্ধান্ত গ্রহণ করে তা বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। সেই থেকে এই হেভিওয়েট মুক্তি-মামলা আটকে ছিল।