মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ সংক্রান্ত মামলা থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ পাঠিয়েছে। নির্দেশে জানানো হয়েছে, যে সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করতে হবে।
এই নির্দেশের পাশাপাশি, নিয়োগ দুর্নীতির মামলার শুনানি থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাই কোর্ট সরিয়ে দিলে, তার দেওয়া রায়ের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও এবার প্রশ্ন উঠল। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগের দুর্নীতির মামলা শোনার সময় সেই মামলা নিয়ে টিভি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন, গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই অভিযোগ উঠেছিল। অভিযোগ শুনে প্রধান বিচারপতি বলেছিলেন, কোনও ভাবেই বিচারপতিরা তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিতে পারেন না টিভি চ্যানেলে।
আরও পড়ুন:

উৎসবের উষ্ণতায় শারুল-শিমুল

শরীরের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আনতে চান? রইল তিনটি জাদু পানীয়ের হদিস

বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি সাক্ষাৎকার দিয়ে থাকলে ওই মামলা শোনার অধিকার তিনি হারিয়েছেন। অভিযোগ সত্য হলে নতুন কোনও বিচারপতিকে সে সব মামলা শোনার দায়িত্ব দিতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে তা-ই হল দেখা গেল।

Skip to content