শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে দাদার। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসে ছোট ভাই গোবিন্দ মিশ্রেরও (২২) মৃত্যু হল সেই সাপের কামড়েই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভওয়ানিপুর এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, গোবিন্দের দাদা অরবিন্দ মিশ্র (৩৮)-র মৃত্যু হয় সাপের কামড়ে। দাদার মৃত্যুর সংবাদ পেয়ে গোবিন্দ বুধবার তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। এদিন রাতে ঘুমোনোর সময় গোবিন্দকেও সাপ কামড়ায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই একই বাড়িতে পরিবারের এক আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেকেও একটি সাপ কামড়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন চন্দ্রশেখরের অবস্থা আশঙ্কাজনক। লুধিয়ানা থেকে গোবিন্দ ও চন্দ্রশেখর অরবিন্দের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য এসেছিলেন।
বুধবার রাতে ফের দুজনকে সাপ কামড়ানোর পর থেকে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার ভবানীপুর গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। স্থানীয় বিধায়ক কৈলাসনাথ শুক্ল মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে ওই পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কৈলাসনাথ শুক্ল জানিয়েছেন, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

Skip to content