বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


করমণ্ডল এক্সপ্রেসের এক যাত্রীর কথায়, ‘‘ভিতর থেকে উদ্ধারের পরে তাঁদের জল দেওয়া হচ্ছে। কাজের সুবিধার জন্য আরও আলো লাগানো হচ্ছে। অনেক পুলিশ এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসেছেন।’’

অন্য এক যাত্রী বলেন, তাঁর কামরাটি অক্ষত রয়েছে। যতদূর চোখ যায় বহু কামরা বেলাইন হয়ে ছিটকে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ট্রেনের অক্ষত যাত্রীরাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তবে আলো কম থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

আর এক যাত্রী জানাচ্ছেন, ‘‘মর্মান্তিক ঘটনা। যে দিকে তাকাচ্ছি শুধুই ধ্বংসের চিত্র। সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। মানসিক শক্তি হারিয়ে ফেলছি। বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে প্লাস্টিকে মুড়িয়ে। আমার মনে হচ্ছে তাঁরা সবাই মৃত।’’
দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরের কাছে। ট্রেনটি শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে দুপুরে ছাড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। বালেশ্বরের হাসপাতালে ১৭৯ জনকে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রেল জানিয়েছে, প্রথমে করমণ্ডল এক্সপ্রেস বেলাইন হয়ে কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের লাইনে। সেই লাইন দিয়ে আসছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটিও বেলাইন হয়ে যায়।
আরও পড়ুন:

মালগাড়িতে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা! অন্তত ৩০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন বহু

৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতায় তাপমাত্রা, আরও বাড়বে দহন জ্বালা, কোন কোন জেলায় ভিজবে? জানিয়ে দিল হাওয়া দফতর

সূত্রের খবর, শালিমার স্টেশন থেকে দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। ট্রেনটি খড়্গপুর স্টেশন থেকে ছাড়ে বিকেল ৫টা ১৫ নাগাদ। ট্রেনটি বালেশ্বরে পৌঁছয় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। বালেশ্বরের ওড়িশার বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঝড়ের গতিতে অন্ধকার ভেদ করে তীব্র গতিতে যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। এমন সময় আচমকাই আকাশ কাঁপানো শব্দ। তার পরেই আচমকা থমকে যায় ট্রেনের গতি। দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ট্রেনের ২৩টি কামরা। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি বহু। এর ফলে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টো দিকের লাইন দিয়ে। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। এতে বেলাইন হয়ে যায় যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি কামরা বেলাইন হয়ে যায়।’’

আরও পড়ুন:

‘প্রজেক্ট কে’ ছবিতে অমিতাভ-প্রভাস-দীপিকার সঙ্গে থাকছেন কমল হাসানও, কত টাকা পারিশ্রমিক চাইলেন?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১১: কয়েক সেকেন্ডের মধ্যেই দু’ একটি ছবি তুলতে না তুলতেই হাত অসাড় হয়ে যাচ্ছিল

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, একটি মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে প্রথম তিনটি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরা লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। চালকের ভুল নাকি সিগনালে গণ্ডগোল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা চলছে।

Skip to content