কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এখন আমেরিকা সফরে। সেখান থেকেই কড়া বার্তা দিলেন চিনের উদ্দেশে। লাদাখ সীমান্ত নিয়ে বিবাদ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতকে আঘাত করলে, ভারত কখনও ছেড়ে কথা বলবে না। সানফ্রানসিস্কোতে ভারতীয় কনসুলেটের একটি অনুষ্ঠানে তিনি লাদাখ সীমান্তে ভারত-চিন বিবাদের প্রসঙ্গ তোলেন। ভারতীয় সেনার প্রশংসাও করে বলেন, ভারতীয় সেনারা কী করেছিল, সরকার কী পদক্ষেপ করেছিল, তা প্রকাশ্যে বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, চিনকে আমরা এই বার্তা দিতে সক্ষম হয়েছি, ভারত কখনও ছেড়ে কথা বলবে না।’ উল্লেখ্য, ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ানে ভারত ও চিন সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই ঘটনায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। যদিও ঠিক কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে এখনও বেজিং তা প্রকাশ্যে আনেনি।