রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এক তান্ত্রিক তাঁর সামনেই এক যুগলকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেন। ওই যুগল বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত বলে অভিযোগ। জানা গিয়েছে, মিলনরত যুগলের গায়ে ফেভিকুইক ঢেলে দেওয়া হয়। এতে দুজনেরই মৃত্যু হয়। রাজস্থানের উদয়পুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
যুগলের নগ্ন দেহ মৃত্যুর তিন দিন পর উদ্ধার হয়। ফেভিকুইক ঢেলে আঠার প্রভাবে দু’জনেরই শরীর থেকে চামড়া উঠে এসেছিল। ভালেশ কুমার ৫৫ বছরের ওই তান্ত্রিককে পুলিশ গ্রেফতার করেছে।
রাহুল মিনা (৩০) এবং সোনু কুঁয়ার (২৮) দু’জনেই বিবাহিত। ওই তান্ত্রিকের কাছে দুই পরিবারেই নিত্য যাওয়া-আসা। সেখানেই দুজনের আলাপ-পরিচয়। তাঁর পরে কাছাকাছি আসা এবং প্রেমে পড়া। এদিকে ভালেশ আবার রাহুলের স্ত্রীর প্রেমে পড়েন। তান্ত্রিকই স্বামীর বিবাহবহির্ভূত প্রেমের কথা জানিয়ে দেন রাহুলের স্ত্রীকে। এর পরই গোলমাল শুরু হয়।
ভালেশের কথায়, রাহুল ও সোনুর বিষয়টি বাড়িতে জানাজানি হয়ে যাওয়ায় তাঁরা দুজনে তাঁর কাছে আসেন। তাঁরা ভালেশকে হুমকি দেন। এমনকি, এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললে যৌন হেনস্থার অভিযোগ তাঁকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকিও দেন বলে তান্ত্রিকের অভিযোগ। এর পর সুনাম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ভালেশ প্রতিশোধ নেওয়ার ছক কষেন। এর পর তিনি রাহুল ও সোনুকে ডেকে তাঁর সামনে দু’জনকে যৌনতায় লিপ্ত হতে বলেন। এতে তাঁদের সব মনস্কামনা পূর্ণ হবে বলে ভালেশ তাঁদের জানান।
আরও পড়ুন:

দিন চারেকের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা! বৃহস্পতি থেকে পারদপতন, শীতের আমেজ সপ্তাহশেষে

ডায়াবেটিস থাকবে দূরে, জেনে নিন কোন ফল কতটা পরিমাণে খাবেন, আর কোনটা খেতে হবে সাবধানে, দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে খবর, রাহুল ও সোনুকে ডেকে পাঠানর আগে প্রচুর পরিমাণ ফেভিকুইক মজুত করেছিলেন ওই তান্ত্রিক। ভালেশ রাহুল ও সোনুকে একটি জঙ্গলের মধ্যে একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে যুগল তাঁর সামনে যৌনতায় লিপ্ত হতেই ভালেশ দু’জনের গায়ে ফেভিকুইক ঢেলে দেন। এতে মিলনরত অবস্থাতেই যুগলের মৃত্যু হয়। রাহুল ও সোনু আঠা ছাড়িয়ে বেরোনোর প্রাণপণ চেষ্টা করেও সফল হননি। ভয়ংকর ব্যাপার হল, আঠার প্রভাবে রাহুলের যৌনাঙ্গ তাঁর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সোনুরও একই অবস্থা হয় বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, রাহুল ও সোনুর মৃত্যু নিশ্চিত করতে দু’জনেরই গলায় ভালেশ ছুরিও চালান। এ ভাবে তাঁদের দেহ জঙ্গলে তিন দিন পড়ে ছিল। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

পুলিশ প্রথমে ভেবেছিল মূলত সম্মানরক্ষার্থে রাহুল ও সোনুকে খুন করা হয়েছে। তদন্ত এগতে পুলিশ অন্য ধরনের তথ্য জানতে পেরেছে। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে তান্ত্রিক সব কিছু স্বীকার করেছেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ আরও তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Skip to content