রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দর্শকের পর এবার কড়াকড়ির কোপে পুলিশকর্মীরাও। এবার পুলিশকর্মীদেরও পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিংহ এমন নির্দেশ দিয়েছেন।
মন্দিরের মধ্যে ছবি ও ভিডিয়ো তোলা নিষিদ্ধ। যদিও সেই নিয়ম না মেনে মন্দিরের গর্ভগৃহের ছবি ও ভিডিয়ো দর্শনার্থীদের তুলতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ জানিয়েছেন মন্দিরের সেবায়েতরা। সম্প্রতি মন্দিরের গর্ভগৃহের ছবি তুলে বাংলাদেশের এক ইউটিউবার সমাজমাধ্যমে পোস্ট করেন। তাঁর সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন:

জাঁকিয়ে শীতের জন্য বাংলাকে আরও অপেক্ষা করতে হবে, এর মধ্যে আবার হাজির ঘূর্ণাবর্তও

দার্জিলিংয়ে নতুন অ্যাডভেঞ্চার! টয় ট্রেন চলবে রাতেও, কবে থেকে?

বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক হন মন্দির কর্তৃপক্ষ। বাংলাদেশের ওই ইউটিউবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান হয়। এ নিয়ে ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন’ বা এসজেটিএ-র চেয়ারম্যান ভিএস চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ‘‘ওই ইউটিউবারের বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তার গাফিলতি হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করব।’’
আরও পড়ুন:

রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

কন্যার নাম প্রকাশ করলেন রণলিয়া, একরত্তি কন্যার নামের অর্থ কী?

এর পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এ বার থেকে মন্দিরের মধ্যে পুলিশকর্মীরাও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। মনে করা হচ্ছে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে, তা সুনিশ্চিত করতেই পুলিশ-প্রশাসনের এই পদক্ষেপ। যদিও জরুরি পরিস্থিতি এবং ‘স্পেশাল ডিউটি’তে থাকা পুলিশকর্মীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন মন্দিরের মধ্যে।

Skip to content