পুলকিত আর্য ও রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভণ্ডারী।
অঙ্কিতা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শুধু অঙ্কিতা নয়, প্রিয়াঙ্কা নামে আরও এক তরুণীর নাম আলোচনায় উঠে এসেছে। অঙ্কিতার মতো প্রিয়াঙ্কাও উত্তরাখণ্ডের বিজেপি নেতা বিনোদ আর্যর পুত্র পুলকিত আর্যর রিসর্টে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, সেই তরুণী আশ্চর্যজনক ভাবে মাস আটেক আগে নিখোঁজ হয়ে যান।
প্রিয়ঙ্কা ও অঙ্কিতা একই গ্রামের বাসিন্দা। পুলকিতের বনানতারা সেই রিসর্টে তাঁরা কাজ করতেন। এখন প্রশ্ন উঠেছে প্রিয়াঙ্কা কথায় গেলেন? একাংশের আশঙ্কা, অঙ্কিতার মতো তাঁরও একই রকম পরিণতি হয়নি তো? এদিকে, প্রিয়ঙ্কা যখন নিখোঁজ হন, তার পরেই পুলকিত তাঁর বিরুদ্ধে রিসর্টের টাকা, মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ অভিযোগ তুলেছিলেন।
সূত্রের খবর, পুলকিত ততটা শৃঙ্খলাপরায়ণ নন। অপহরণেরও অভিযোগ রিয়েছে তাঁর বিরুদ্ধে। এমনও অভিযোগ, রুদ্রপ্রয়াগের বাসিন্দা রিসোর্টের এক কর্মী তাঁর বেতন চাওয়ায় তাঁকে একটি চকোলেটের কারাখানায় আটকে রেখেছিলেন। এক সমাজকর্মীর উদ্যোগে ওই কর্মীকে শেষমেশ উদ্ধার করা হয়।
প্রিয়ঙ্কা ও অঙ্কিতা একই গ্রামের বাসিন্দা। পুলকিতের বনানতারা সেই রিসর্টে তাঁরা কাজ করতেন। এখন প্রশ্ন উঠেছে প্রিয়াঙ্কা কথায় গেলেন? একাংশের আশঙ্কা, অঙ্কিতার মতো তাঁরও একই রকম পরিণতি হয়নি তো? এদিকে, প্রিয়ঙ্কা যখন নিখোঁজ হন, তার পরেই পুলকিত তাঁর বিরুদ্ধে রিসর্টের টাকা, মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ অভিযোগ তুলেছিলেন।
সূত্রের খবর, পুলকিত ততটা শৃঙ্খলাপরায়ণ নন। অপহরণেরও অভিযোগ রিয়েছে তাঁর বিরুদ্ধে। এমনও অভিযোগ, রুদ্রপ্রয়াগের বাসিন্দা রিসোর্টের এক কর্মী তাঁর বেতন চাওয়ায় তাঁকে একটি চকোলেটের কারাখানায় আটকে রেখেছিলেন। এক সমাজকর্মীর উদ্যোগে ওই কর্মীকে শেষমেশ উদ্ধার করা হয়।
অভিযোগ, রিসর্টের অতিথিদের সঙ্গে ১৯ বছরের অঙ্কিতাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে জোর করতেন পুলকিত। পুলকিতের সেই প্রস্তাবে তাতে রাজি না হওয়ায় তাঁকে খুন করেন পুলকিত, হোটেলের ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। এখন ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তাঁরা।
এদিকে, অঙ্কিতা ভণ্ডারীর এক ঘনিষ্ঠ দাবি করেছেন, রিসর্টে ১৪ দিন কাজ করার পর তাঁর মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করছিল। অঙ্কিতা আর সেখানে কাজ করতে ভাল লাগছিল না। সেখানে ২২ দিন কাজ করেছিলেন। অন্যত্র কাজ খুঁজতে ১০ সেপ্টেম্বর অঙ্কিতা এক পরিচিতের কাছে কাজ খুঁজে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তার আগেই অঙ্কিতাকে খুন করার অভিযোগ উঠে রিসর্ট মালিক তথা উত্তরাখণ্ডের বিজেপি নেতার ছেলে পুলকিত ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে। যদিও পুলকিতের বাবা বিনোদ আর্য জানিয়েছেন, র ছেলে সহজ সরল প্রকৃতির। পুলকিত এ ধরনের কাজ করতেই পারেন না। উল্লেখ্য, অঙ্কিতা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার বিনোদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, অঙ্কিতা ভণ্ডারীর এক ঘনিষ্ঠ দাবি করেছেন, রিসর্টে ১৪ দিন কাজ করার পর তাঁর মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করছিল। অঙ্কিতা আর সেখানে কাজ করতে ভাল লাগছিল না। সেখানে ২২ দিন কাজ করেছিলেন। অন্যত্র কাজ খুঁজতে ১০ সেপ্টেম্বর অঙ্কিতা এক পরিচিতের কাছে কাজ খুঁজে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তার আগেই অঙ্কিতাকে খুন করার অভিযোগ উঠে রিসর্ট মালিক তথা উত্তরাখণ্ডের বিজেপি নেতার ছেলে পুলকিত ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে। যদিও পুলকিতের বাবা বিনোদ আর্য জানিয়েছেন, র ছেলে সহজ সরল প্রকৃতির। পুলকিত এ ধরনের কাজ করতেই পারেন না। উল্লেখ্য, অঙ্কিতা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার বিনোদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, মহালয়ার ভোরেই উত্তর কলকাতার তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার প্রয়াত, শোকজ্ঞাপন মমতার
আর হাতে মাত্র ছয়দিন, পুজোয় মধ্যমণি হতে সাজের এই বিষয়গুলি মেনে চলতেন তো?
স্থানীয়রা জানাচ্ছেন, ”পুলকিত ২০১৮-১৯ সালে বনানতারা রিসর্টটি চালু করেন। এক স্থানীয় এক বাসিন্দার কথায়, রিসর্টে লকডাউনের সময় তেমন কেউ আসতেন না। যদিও লকডাউন উঠে গেলে লোকে আসতে শুরু করেন। পুলকিতের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক তো ভালোই নয়, এমনকি তাঁদের রিসর্টের কাজে নেওয়া হয় না। এই রিসর্টের বেশির ভাগ কর্মী অন্য জেলার।”