রবিবার ১০ নভেম্বর, ২০২৪


দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা

কে হবেন দেশের পরবর্তী প্রথম নাগরিক? উত্তর মিলবে বৃহস্পতিবারই। বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি এনডিএ জোটের দ্রৌপদী মুর্মু অথবা বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যেই কেউ একজন হতে চলেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবারই ভোট হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ।
এবার যিনি জয়ী হবেন তিনি ১৬তম রাষ্ট্রপতি ভোটে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলের বাসিন্দা হবেন। কারণ, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ টানা দু’বার ভোটে জয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার সূচি মেনেই সংসদ ভবনে বেলা ১১টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি ভোটের গণনা পর্ব। আজ বেলা সাড়ে ৪টে নাগাদ জানা যেতে পারে ভোটের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ফলফল।
এদিকে, রাষ্ট্রপতি পদে যশবন্ত সিন্‌‌হাকে সমর্থন করলেও কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপি-র কয়েকজন বিধায়ক এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন জল্পনা চলছে। বিজেপির দাবি, বিপুল ভোটে জয় পাবেন দ্রৌপদী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার লড়াই বেশ কঠিন। সব মিলিয়ে দ্রৌপদী মুর্মু যশবন্ত সিন্‌‌হার থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে তাঁদের মত।

Skip to content