সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায়।

সংবাদমাধ্যম ‘নিউ দিল্লি টেলিভিশন’ (এনডিটিভি)-এর প্রতিষ্ঠাতা পরিচালন সংস্থার অধিকর্তা পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং তাঁর স্ত্রী সাংবাদিক রাধিকা রায়। মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জকে এনডিটিভি এক বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়েছে, ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন জন নতুন অধিকর্তা।ওই তিন জন হলেন সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ।
‘নিউ দিল্লি টেলিভিশন’ (এনডিটিভি)-এর পরিচালন গোষ্ঠী আরআরপিআরএইচ। সোমবার নিজেদের ৯৯.৫ শতাংশ শেয়ার আদানি গ্রুপের অধীন একটি সংস্থার নামে করে দেয়। এনডিটিভির চেয়ারপার্সন প্রণয় এবং নির্বাহী পরিচালক রাধিকা পরিচালন সংস্থারও দুই অধিকর্তা হিসেবে ছিলেন। এনডিটিভি-এর পরিচালন গোষ্ঠী আরআরপিআরএইচ তাদের শেয়ার বিক্রি করার ২৪ ঘণ্টার মধ্যেই সেই পদ ছাড়লেন প্রণয় এবং রাধিকা।
আরও পড়ুন:

শীতের দেখা নেই রে…, নভেম্বরের শেষ দিনেও তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি! কবে থেকে পারদপতন? জানিয়ে দিল হাওয়া অফিস

বাবার কাটা মাথা মাঠে পুঁতছে ছেলে! হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে

আদানি গ্রুপ গত অগস্ট মাসে জানিয়েছিল, খুব তাড়াতাড়ি এনডিটিভির বেশির ভাগ শেয়ার তাদের হাতে আসতে চলেছে। আদানিরা ঘোষণা করেছিল, সরব ভারতীয় স্তরের সংবাদমাধ্যমের ২৯ শতাংশ শেয়ার তারা পাবে। সেই ঘোষণাই সোমবার বাস্তবায়িত হয়। ‘বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড’ (ভিসিপিএল)কে ‘আরআরপিআরএইচ’ তাদের ৯৯.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। উল্লেখ্য, ‘বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড’-এর মালিকানা আদানি গ্রুপ চলতি বছরের অগস্ট মাসে কিনে নিয়েছিল।
আরও পড়ুন:

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

দশভুজা: রুমা দেবী—তিরিশ হাজার মহিলার ভাগ্য পরিবর্তনের কান্ডারি তিনি

এএমজি মিডিয়া নেটওয়ার্ক আদানিদের মিডিয়া সংক্রান্ত সব ব্যবসার দেখাশোনা। এই এএমজি মিডিয়া নেটওয়ার্ক কিনে নিয়েছিল ভিসিপিএল-কে। ২০০৯ সাল ওই ভিসিপিএল ‘নিউ দিল্লি টেলিভিশন’ (এনডিটিভি)-এর পরিচালন গোষ্ঠী আরআরপিআরএইচ-কে ৪১৩ কোটি টাকা ঋণ দিয়েছিল। ঋণ দেওয়ার শর্ত ছিল তারা যে কোনও সময় এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে পারে।
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৫: বনবাসের সঙ্গী সীতা

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

আদানি গোষ্ঠী ভিসিপিএল অধিগ্রহণের চিত্রটা দ্রুত বদলাতে থাকে। স্বাভাবিক ভাবে এনডিটিভির সেই ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠীর হাতে আসে। সোমবার থেকেই আরআরপিআরএইচ আদানি অধিকৃত সংস্থার অধীন হয়। অর্থাৎ এনডিটিভি এবং তার পরিচালন সংস্থা— দুই-ই এখন আদানি গোষ্ঠীর অধীনে চলে এল।
এদিকে, ২৯.১৮ শতাংশ শেয়ার হাতে এলেও এনডিটিভি-র আরও ২৬ শতাংশ শেয়ার নেওয়ার চেষ্টা করছে আদানি গোষ্ঠী। এ নিয়ে তারা শেয়ারবাজারে প্রস্তাবও রেখেছে। এর অর্থ হল, যাঁদের কাছে এনডিটিভি-এর শেয়ার রয়েছে তাঁরা চাইলে অর্থের বিনিময়ে আদানি গোষ্ঠীকে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে শেয়ার প্রতি দাম রাখা হয়েছে ২৯৪ টাকা করে। এই প্রস্তাব কার্যকর থাকবে ২২ নভেম্বর থেকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

Skip to content