শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে লফিয়ে বাড়ছে নিহত এবং আহতের সংখ্যা। শুক্রবার সকাল ৮টা নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে রেলের আধিকারিকরাও রয়েছেন। আজ সকাল ১১ টায় রেল বিবৃতি দিয়ে জানায় শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনায় ২৬১ জণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সংখ্যা ৬৫০। রেল প্রথম বিবৃতিতে জানিয়েছিল মৃতের সংখ্যা ৩০। শনিবার ভোর ৫টা নাগাদ জানানো হয় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে,ওড়িশা সরকারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, শনিবার ভোর পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৩। আর আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি। ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছিলেন, শনিবার ভোর পর্যন্ত ১২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। হাওড়ার ডুমুরজলা থেকে শনিবার সকালে কপ্টারে তিনি রওনা দেন। মুখ্যমন্ত্রী শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন। ঘটনাস্থলে কলকাতা থেকে প্রতিনিধি দলও তিনি পাঠিয়েছেন। সেই দল শুক্রবার গভীর রাতে বালেশ্বরে পৌঁছে যায়। পাশাপাশি ওড়িশা সরকার এবং রেলের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, ০৩৩-২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই দুটি ফোন নম্বরে প্রয়োজন মতো যোগাযোগ করা যাবে। যাত্রীদের সব ধরনের সাহায্য এবং সহায়তার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৭: দু’ মাস আগের এক সন্ধ্যা

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৮: বাঁকুড়ার রামসাগরে বিড়াই নদীকে কেন্দ্র করে প্রায় তিনশটি মাছের হ্যাচারি পূর্ণমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালেশ্বরে যাচ্ছেন। বালেশ্বর যাওয়ার আগে তিনি শনিবার বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করবেন। বালেশ্বরে ৩টি মর্মান্তিক ট্রেনের দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। পুর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। সূত্রের খবর, বালেশ্বরে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা নিয়ে বৈঠকে আলোচনা হয়। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। রেল এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন মোদী।

Skip to content