বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


হনুমানজি চার ধাম প্রকল্প’ অনুযায়ী সিমলায় প্রথম তৈরি হয় হনুমান ধাম। শনিবার হনুমান জয়ন্তীতে গুজরাতের মরাবিতে ১০৮ ফুটের হনুমানের দ্বিতীয় মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি। তৃতীয় মূর্তিটি হবে তামিলনাড়ুর রামেশ্বরমে, যার কাজ শুরু হয়ে গিয়েছে। শেষ হনুমান মূর্তি স্থাপিত হবে বাংলায়। তবে বাংলার কোন জায়গায় এই হনুমান ধাম গড়ে উঠবে তার কোনও উল্লেখ করা হয়নি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগেই ২০১০ সালে হিমাচলপ্রদেশের সিমলায় হনুমানের বিশাল মূর্তি উন্মোচন হয়েছিল। ২০১৮ সাল থেকে তৈরি হওয়া হনুমানজির দ্বিতীয় মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এই মূর্তি উন্মোচন করেছেন।


Skip to content