রবিবার ১০ নভেম্বর, ২০২৪


সেই এআই সঞ্চালক লিসা। ছবি: সংগৃহীত।

তাঁর পরনে হ্যান্ডলুম শাড়ি। চুল বেশ আঁটসাঁটো করে বাঁধা, কপালে টিপ আর কানে দুল। এক সুন্দরী তরুণী ঝরঝরে ইংরেজিতে টিভির পর্দায় খবর পড়ে চলেছেন। তবে একটু ভালো করে দেখলে বোঝা যাবে আসল ‘রহস্য’। সঞ্চালক ওই তরুণী আসলে রক্ত-মাংসের কোনও মানুষ নন। তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
আগে একাধিক সংস্থা এআই-এর ব্যবহার করেছে। তবে এই প্রথম খবর উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটতে দেখা গেল। চ্যানেলটি জানিয়েছে, সঞ্চালকের নাম দেওয়া হয়েছে লিসা। এ বার থেকে লিসা নিয়মিত খবর পাঠ করবেন।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪২: আশা-ভরসার ‘শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক’

ছবি মুক্তির আগেই মুখোমুখি বাদশা এবং খিলাড়ি! ‘জওয়ান’-কে টেক্কা দিতে হাজির ‘ওএমজি ২’, কীভাবে?

সম্প্রতি চ্যানেলের কর্ণধার চ্যানেলের কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা একটি অনুষ্ঠানে লিসার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন। লিসা ওড়িয়া এবং ইংরেজি দুটি ভাষায় খবর পড়বেন। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, লিসা এখনও ভাল করে ওড়িয়া ভাষা রপ্ত করতে পারেননি। তাঁকে ওড়িয়া ভাষা শেখানো হচ্ছে। সাবলীল ভাবে ওড়িয়া বলতে পারলে লিসাকে আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে। তবে কেবল টিভির পর্দায় নয়, ইনস্টাগ্রাম, ফেসবুকেও লিসাকে দেখা যাবে।
আরও পড়ুন:

ডায়াবিটিসে ভুগছেন? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম অবস্থা? এই ৩ ভেষজে ভরসা রাখতে পারেন

বর্ষার মরসুমেও তেষ্টা কম পাচ্ছে? এই সব লক্ষণে বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি তৈরি হয়েছে কিনা?

বহু মানুষের এআই সঞ্চালকের উচ্চারণ, পরিবেশনা এবং উপস্থাপন পছন্দ হয়েছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দর্শকও হাজির ছিলেন। দর্শকরা জানিয়েছেন, লিসাকে কর্মকাণ্ড দেখে তাঁদের ভালো লেগেছে। চ্যানেলের কর্ণধারের বক্তব্য, ‘‘একটা সময় ছিল যখন কম্পিউটার দুনিয়ার সবচেয়ে আশ্চর্যের জিনিস ছিল। সেই যুগ এখন অতীত। এখন এআই-এর যুগ। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Skip to content