শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: সংগৃহীত

হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কোথাও কোথাও তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। কোথাও আবার হিমাঙ্কের আশপাশ। শুধু ঠান্ডা নয়, উত্তর ভারতের রাজ্যগুলি ঘন কুয়াশাতেও জেরবার। ব্যাহত স্বাভাবিক জনজীবন। সেই সঙ্গে বিপর্যস্ত ট্রেন, বাস, বিমান পরিষেবাও।
মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, ১১ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। গত কয়েক দিন ধরে রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি থাকছে। শুক্রবার দিল্লির সর্বনিম্ন পারদ ছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একটু বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনও অনেক কম, ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন:

দ্রুত তলিয়ে যাচ্ছে জোশীমঠ! বিপর্যস্তদের উদ্ধারে আনা হয়েছে হেলিকপ্টার, এখনও অনেকে খোলা আকাশের নীচে

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১: চায়ের দোকান থেকে বিশ্বজয়

শনিবার ভোরে পালমে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ২ ডিগ্রি কম শুক্রবারের থেকে। সফদরজং-এর পারদ ২ ডিগ্রির ঘরে। শনিবার যথাক্রমে ১.৫ এবং ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিল্লি রিজ এবং লোধি রোডে।
শুধু শৈত্যপ্রবাহ তো নয়, ঘন কুয়াশাতেও জেরবার নানান পরিষেবা। কুয়াশার জেরে অনেক জায়গায় দৃশ্যমানতা যান চলাচল ভীষণ ভাবে ব্যাহত হয়েছে।
শনিবার পালমে দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নীচে। ভোর নাগাদ ২৫ মিটার দৃশ্যমানতা ছিল দিল্লি বিমানবন্দরে। তাই বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। দেরিতে ছেড়েছে ৩৪টি অভ্যন্তরীণ উড়ান। দেরিতে নেমেছে ১২টি বিমান। উত্তর রেলের ৩২টি ট্রেনও দেরিতে চলছে।

আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১: নারী কি আলাদা? তাঁরা পুরুষদের সঙ্গে বসতে ভয় পান? তাহলে কি এত আয়োজন শুধু তাঁদের ভয় দেখাতে…

শীতে কাবু বাংলা, একাধিক জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নীচে, শনিবার কোথায় কত তাপমাত্রা?

এ সবের পাশাপাশি দিল্লির বাতাসের গুণমানও ভয়ংকর অবস্থায় পৌঁছেছে। বাতাসের গুণমান ঠিক করতে এবং দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাতাসে দূষিত কণার পরিমাণ বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই রাজ্যগুলিতে এই পরিস্থিতি জারি থাকবে। রাজস্থানের বিকানেরের তাপমাত্রার পারদ শূন্য ডিগ্রির ঘরে। ১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চুরুতে। শুক্রবার মধ্যপ্রদেশের নওগাং এবং ছতরপুর জেলায় সর্বনিম্ন পারদ ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের অনেকটাই নীচে জম্মু-কাশ্মীরেও তাপমাত্রা। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ হিমাঙ্কের ২ ডিগ্রি নীচে ছিল।

Skip to content