শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আগে রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা কিছুটা ছাড় পেতেন। যদিও পরে সেই সুবিধা প্রত্যাহার করে নেয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আবেদন করা হয়েছিল। শেষমেশ শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে প্রবীণ নাগরিকরা আর রেলের টিকিটে ছাড় পাবেন না।
এমকে বালাকৃষ্ণণ এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় প্রবীণ নাগরিকদের ছাড়ে বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সরকারই নেবে।
আরও পড়ুন:

সকাল-সন্ধে, রোজই মুড়ি খাচ্ছেন? ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো

মাধ্যমিক পরীক্ষার ফল কি শীঘ্রই? অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার থেকে

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২০২০ সালে করোনা সংক্রমণের সময়ে প্রবীণ নাগরিকদের রেলে যাতায়াত বন্ধ করতে এই বিশেষ ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, বয়স্করা রেলে যাতায়াত করলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো কষ্টকর হবে। এদিকে, এ প্রসঙ্গে এক সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে অতিমারি পর্ব শেষ হয়েছে। তাই প্রবীণ নাগরিকদের সেই ছাড় ফিরিয়ে আনা দরকার।
আরও পড়ুন:

উৎসবের উষ্ণতায় শারুল-শিমুল

শরীরের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আনতে চান? রইল তিনটি জাদু পানীয়ের হদিস

করোনা অতিমারির আগে পর্যন্ত ভারতীয় রেল ৬০ বছর বয়স্ক পুরুষদের টিকিটের দামের উপর ৪০ শতাংশ দিত। মহিলাদের বয়স সীমা ছিল ৫৮ বছর। রেল তাঁদের টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় দিত। এখন থেকে প্রবীণ নাগরিকদেরও পুরো দাম দিয়েই টিকিট কাটতে হবে।

Skip to content