বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

গত শুক্রবার বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। ২০০০ টাকার নোট কী ভাবে নোটবদল করা যাবে, তার পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে। তবুও, সাধারণ মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছে।

এই আবহে রবিবার স্টেট ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে ঠিক কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। অথবা বদলে নেওয়া যাবে।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে:
২০০০ টাকার নোট জমা দিতে বা পরিবর্তনের জন্য কোনও ব্যক্তিকে পরিচয়পত্র দেখাতে হবে না।
কোনও ফর্মপূরণও করার দরকার নেই।
এক বারে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকার নোট জমা বা পরিবর্তন করা যাবে।
স্টেট ব্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে, অন্তত দশটি ২০০০ টাকার নোট পরিবর্তনের জন্য গ্রাহকদের এ সব করার দরকার নেই।
নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহক না হলেও নোট বদলানোর সুযোগ পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে না।
যদি কোনও গ্রাহক ২০০০ টাকার নোটে ব্যাঙ্কে টাকা জমা রাখতে চান, তাও পারবেন।
আরও পড়ুন:

টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে

অজানার সন্ধানে, অঙ্কই ধ্যানজ্ঞান, মোটা বেতনের চাকরি নির্দ্বিধায় ছেড়ে দেন আইআইটি-র শ্রবণ

পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’

রিজার্ভ ব্যাঙ্ক গত শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। আরবিআই ঘোষণা মতো ব্যাঙ্কগুলিকে দ্রুত ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধের কথা জানিয়ে দেয়। ২ হাজার টাকার নোট থাকলে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে। সেই সঙ্গে শীর্ষ ব্যাঙ্ক জানায়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসের সঙ্গে সব ব্যাঙ্কেই ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে তেমন প্রয়োজন হলে নোট বদল করার সময় আরও বাড়ানো হবে।

Skip to content