ছবি প্রতীকী
করোনার নতুন উপরূপ বিএফ.৭ চিন জুড়ে তাণ্ডব চালালেও এখনও পর্যন্ত ভারতে নিয়ন্ত্রণেই রয়েছে। যদিও উপরূপ বিএফ.৭ পাশাপাশি চিন্তা বাড়িয়েছে অন্য আরেকটি উপরূপ। ওমিক্রনের আর এক রূপ এক্সবিবি ১.৫ বা ক্র্যাকেন ভ্যারিয়েন্ট আমেরিকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে। ভারতে করোনার এই উপরূপ ‘এক্সবিবি ১.৫’ এ আরও এক জনের হদিস মিলেছে।
এই নিয়ে দেশে মোট ৮ জনের শরীরে ওমিক্রনের উপশাখা এক্সবিবি ১.৫-এর হদিস পাওয়া গিয়েছে। সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে এক্সবিবি ১.৫-তে সংক্রমিত হয়েছেন এমন ১ জনের হদিশ মিলেছে। আগে এই উপরূপে গুজরাতের ৩ জন সংক্রমিত হয়েছিলেন। কর্নাটক, তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তীসগঢ়েও এই উপরূপের হদিস মিলেছিল। জানা গিয়েছে, কর্নাটক, তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তীসগঢ়ে ১ জন করে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
বক্স অফিসে ধামাকা, ‘অবতার ২’ ভারতে মুক্তি পাওয়া সব বিদেশি ছবির রেকর্ড ভেঙে দিয়েছে! কত আয় করল?
হৃদরোগের লক্ষণ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, সতর্ক থাকতে চিনে নিন কার কোন উপসর্গ
আমেরিকায় ২০২২ সালে প্রথম ‘এক্সবিবি ১.৫’ এর হদিস পাওয়া গিয়েছিল। এর পর দ্রুতই ছড়িয়েছে এই করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সূত্রে খবর, এখন আমেরিকা ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে করোনার এই উপরূপ ‘এক্সবিবি ১.৫’ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করে আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’। সেই রিপোর্ট বলছে, ২০২২ সালের ডিসেম্বরে আমেরিকায় সংক্রমণের ১ শতাংশই ছিল ‘এক্সবিবি ১.৫’ কারণে। এখন এই পৌঁছেছে ৪১ শতাংশে।এর অর্থ হল বেশ দ্রুত গতিতে সংক্রমণই ‘এক্সবিবি ১.৫’ এর সংক্রমণ ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ‘ক্র্যাকেন’কে ‘অত্যন্ত সংক্রামক উপরূপ’ বলে জানিয়েছে।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা
ডেস্কটপের স্ক্রিনলক থেকে স্টেটাসে ভয়েস নোট, নতুন বছরে হোয়াটসঅ্যাপ আর কী কী ফিচার আনছে?
তবে ভারতে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সোমবার দেশে ১৭০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ভারতে সুস্থতার হারও ভালো, ৯৮.৮০ শতাংশ।