রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

এ বার তামিলনাড়ুর মুডুমালাই জাতীয় উদ্যান। কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের পরে মুডুমালাই জাতীয় উদ্যানে কিছু দিনের ব্যবধানে দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় শতাধিক বুনো শুয়োরের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুই অরণ্যে এত সংখ্যক শুয়োরের মৃত্যুর ঘটনায় সোয়াইন ফ্লুয় নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বরেই বন্দিপুর অরণ্যে কমবেশি ১০০ বুনো শুয়োরের মৃত্যু হয়। নতুন বছরে এখনও অবধি শুধু মুডুমালাইয়ের অরণ্যে ২০টি শুয়োরের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের জন্যই এত সংখ্যক শুয়োরের মৃত্যু হচ্ছে।
আরও পড়ুন:

রেকর্ড পারদপতন কলকাতায়! শহরের পারদ এক ধাক্কায় নেমে ১০ ডিগ্রির ঘরে, বর্ধমান, দার্জিলিং, কালিম্পংয়ে কত?

ঘরদোর পরিষ্কারের সময় যে জায়গাগুলির করার কথা আমাদের মাথাতেই আসে না, কীভাবে পরিষ্কার করবেন?

তামিলনাড়ু বনবিভাগ মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে থেপ্পাকাড়ু এলাকা থেকে মৃত শুয়োরের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এই ঘটনায় বনকর্মী এবং গ্রামবাসীদের মধ্যে সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক তীব্র মাত্রায় ছড়িয়েছে। তবে চিকিৎসকদের একাংশের বক্তব্য, সোয়াইন ফ্লুয়ের সঙ্গে প্রত্যক্ষ ভাবে শুয়োরের সঙ্গে কোনও যোগ নেই।

Skip to content