শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

শেষমেশ কেরলে বর্ষা প্রবশের কথা জানাল মৌসম ভবন। এর আগে কেন্দ্রীয় হাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে শুক্রবার দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে। যদিও এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করল।
হাওয়া দফতর মনে করছে, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ বর্ষার আগমনকে ত্বরান্বিত করেছে। আগামী দু’দিন ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে লক্ষদ্বীপ, কেরল এবং উপকূলবর্তী কর্নাটকে।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি: পদ্মপুরাণ

সদ্য বাবা হয়েছেন? একরত্তির যত্নে কী করবেন, কী করবেন না?

সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে কেরল দিয়ে বর্ষা প্রবেশ করে। তার ক্রমশ সারা দেশে ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন কারণে অনেক সময় বর্ষার আগমনে দেরি হয়। কোনও বছর আবার সময়ের আগেও বর্ষা কেরল উপকূলে চলে আসে। যদিও আবহবিদদের বক্তব্য, কেরলে যদি দেরিতেও বর্ষা প্রবেশ করে, তাহলেও সারা দেশে বৃষ্টির পরিমাণে তার কোনও প্রভাব পড়ার কথা নয়।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৮: বাঁকুড়ার রামসাগরে বিড়াই নদীকে কেন্দ্র করে প্রায় তিনশটি মাছের হ্যাচারি পূর্ণমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করছে

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-১: কেবলই দৃশ্যের জন্ম হয়…

গত বছর সময়ের আগে অর্থাৎ ২৯ মে কেরলে বর্ষা ঢুকেছিল। ২০২১ সালে ৩ জুন বর্ষা ঢুকেছিল। ২০২০ সালে ক্যালেন্ডার মেনে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। ২০১৯ সালে ৮ জুন দেশে বর্ষা ঢুকেছিল।

Skip to content