ছবি প্রতীকী
সোমবার সকাল নাগাদ ভূমিকম্প অনুভূত হল বঙ্গোপসাগরে। এদিন সকাল ৮টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয়।
এনসিএস সূত্রে খবর, কম্পের উৎপত্তিস্থল ছিল পুরীর (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা সকাল ৯টা ০৫ মিনিটে কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন:
ভাইরাল ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকায় নাম, চাকরি হারানোর আশঙ্কায় ‘আত্মঘাতী’! নন্দীগ্রামের স্কুলশিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার
এই অ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করলে মিলবে আকর্ষণীয় ছাড়! কীভাবে? জেনে নিন খুঁটিনাটি
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আরও পড়ুন:
অ্যালঝাইমার্সের যত্ন বেশ চ্যালেঞ্জের, সঠিক পরিচর্যায় ধৈর্যশীল, সহনশীল, সংবেদনশীল এবং কৌশলী হতে হবে
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছেন, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, যা ভারতের দিক থেকে একদম কাছাকাছি। কম্পনের জেরে অবশ্য প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবরও পাওয়া যায়নি। হয়নি কোনও ক্ষয়ক্ষতিও। কম্পনের জেরে সুনামি হতে পারে কি না, সে সম্পর্কেও এনসিএস কিছু জানায়নি।