রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিমানে উঠার জন্য মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। যদি করোনা সংক্রমণকে নির্মূল করতে হলে মাস্ক পরা জরুরি। এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
করোনা সংক্রমণ প্রতিরোধে কড়া বিধিনিষেধ জারি করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। গত দু’বছর ধরে বিমানে উঠার জন্য মাস্ক এবং ‘ফেস শিল্ড’ পরা বাধ্যতামূলক করা হয়েছিল। অনেক বিমান সংস্থা আবার যাত্রীদের এক বার ব্যবহারযোগ্য মাস্ক, স্যানিটাইজারের পাউচ এবং ‘ফেস শিল্ড’ দিচ্ছিল বিমানে ওঠার আগে।
আরও পড়ুন:

হাসপাতাল থেকে রোগীর দু’টি কিডনিই উধাও! অভিযুক্ত সেই চিকিৎসকের কাছে কিডনি চাইলেন মহিলা

ট্রেনেই মিলবে পছন্দের খাবার, ডায়াবিটিস যাত্রীদের খাবার, ‘বেবি ফুড’, আর কী কী থাকছে রেলের নতুন মেনু কার্ডে?

সূত্রের খবর, এখন দেশে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। তাই কেন্দ্রীয় সরকারের কোভিড সংক্রান্ত নীতির উপর নির্ভর বিমানে মাস্ক পরা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, কেবল বিমান যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিমানের মধ্যে মাস্ক পরার গুরুত্ব ঘোষণা করা হবে।
আরও পড়ুন:

তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী, শীতের শিরশিরানি অব্যাহত জেলায় জেলায়, কী বলছে হাওয়া দফতর?

পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে লাগান এভাবে

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দেশে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ০.০২ শতাংশ। সুস্থ হওয়ার হার ৯৮.৭৯ শতাংশ। সুস্থ হওয়ার এই হার আগের তুলনায় অনেক বেশি।

Skip to content