রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

মানুষ রেগে গেলে মাথায় ‘খুন’ চড়ে যায়৷ রাগের বশে খিচুড়িতে নুনের পরিমাণ বেশি হওয়ার কারণে ৪০ বছর বয়সি স্ত্রীকে খুনই করে বসলেন ৪৬ বছর বয়সের নীলেশ ঘাগ। শুক্রবার সকালে মহারাষ্ট্রের ঠানে অঞ্চলের পূর্ব ভায়ন্দর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ নীলেশের স্ত্রী জলখাবারে খিচুড়ি বানিয়ে আনেন। খিচুড়ি মুখে দিয়েই রেগে যান নীলেশ। রান্নায় বেশি নুন দিয়ে ফেলেছেন বলে সেই রাগে মেরে ফেললেন স্ত্রীকে। পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে মহিলার মৃতদেহ স্থানীয় সরকারি হাসপাতালে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তদন্তে জানা যায়, লম্বা কোনও কাপড় গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।

Skip to content