শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিনই আস্থাভোট নিতে হবে মহারাষ্ট্রের মখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে। শিবসেনা রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করেছিল বুধবার দীর্ঘ শুনানির পর তা নাকচ করে দেয় শীর্ষ আদালত। শুনানি চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে।
বুধাবার বিকেল ৫ নাগাদ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পাড়িয়ালার বেঞ্চে শিবসেনার আবেদনের শুনানি শুরু হয়। শুনানি চলে রাত প্রায় ৮টা পর্যন্ত। শুনানি শেষে বেঞ্চ জানায় রাত ৯টায় এই আবেদনের বিষয়ে নির্দেশ দেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বৃহস্পতিবারই শক্তিপরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। কিন্তু রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। এ প্রসঙ্গে শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভুর বক্তব্য, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের পদ খারিজ নিয়ে মামলা চলছে। বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। তার মধ্যে রাজ্যেপালের এমন নির্দেশ একেবারেই ন্যায়সঙ্গত নয়। শুধু তাই নয়, বিধায়কের পদ খারিজ সংক্রান্ত মামালার নিস্পত্তি না হওয়া পর্যন্ত যাতে বিধানসভায় শক্তিপরীক্ষা না হয় সুনীল সেই আর্জিও জানিয়েছিলেন শীর্ষ আদালতে।
শুনানিতে শিবসেনার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, বৃহস্পতিবার আস্থাভোট না হলে আকাশ ভেঙে পড়বে না। সেই সঙ্গে তিনি বেঞ্চে অভিযোগ করেন, ৪৮ ঘণ্টার নোটিসে বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রীকে আস্থাভোটের নির্দেশ দিয়ে রাজ্যপাল কোশিয়ারি সাংবিধানিক বিধি ভেঙেছেন। একনাথ শিন্ডেদের আইনজীবী এন কে কল শুনানিতে উত্তরাখণ্ডের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে বলেন, মহারাষ্ট্রে দ্রুত আস্থাভোট নেওয়া দরকার।

Skip to content