ছবি প্রতীকী
বাড়তি ছুটি ঘোষণা করা হল ছাত্রীদের জন্য। ঋতুস্রাবের কারণে এই বাড়তি ছুটি দেওয়া হয়েছে। ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় উপস্থিতিতে ছাড় পাবেন। এখন থেকে তাঁদের আর ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করে কলেজে আসতে হবে না।
সম্প্রতি ছাত্রীদের জন্য এমনই ছুটি ঘোষণা করেছে কেরলের কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণার ফলে এখন থেকে ছাত্রীরা বাড়তি ২ শতাংশ ছুটি পারেন। এ বার থেকে তাঁরা প্রতি সেমেস্টারে ঋতুস্রাবের সময় এই ছুটি কাজে লাগাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষায় বসার জন্য প্রতি সেমেস্টারে অন্তত ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক ছাত্রছাত্রীদের। নতুন ঘোষণায় ছাত্রীদের হাজিরার হার কমিয়ে ৭৩ শতাংশ করা হয়েছে। ছাত্রীরা ঋতুস্রাবের জন্য সেই বাড়তি ২ শতাংশ ছুটি নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষায় বসার জন্য প্রতি সেমেস্টারে অন্তত ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক ছাত্রছাত্রীদের। নতুন ঘোষণায় ছাত্রীদের হাজিরার হার কমিয়ে ৭৩ শতাংশ করা হয়েছে। ছাত্রীরা ঋতুস্রাবের জন্য সেই বাড়তি ২ শতাংশ ছুটি নিতে পারবেন।
আরও পড়ুন:
নাম রেখেছি বনলতা…/১
চেনা দেশ অচেনা পথ, পর্ব-২: প্রসঙ্গ ছত্তিসগড়
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা ঋতুকালীন ছুটির দাবিতে আন্দোলন করছিলেন। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রী ছাড়াও গবেষণা স্তরের ছাত্রীরাও এই দাবিতে পথে নেমেছিলেন। অন্তত ৪ হাজার ছাত্রী এই আন্দোলনে অংশ নিয়েছিলেন।
অবশেষে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আবেদনে সাড়া দিয়ে ছুটি ঘোষণা করেছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের চেয়ারপার্সন নমিতা জর্জ। নমিতা এই পদক্ষেপকে ‘বহু প্রতীক্ষিত এবং খুব প্রয়োজনীয়’ বলে জানিয়েছেন।
অবশেষে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আবেদনে সাড়া দিয়ে ছুটি ঘোষণা করেছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের চেয়ারপার্সন নমিতা জর্জ। নমিতা এই পদক্ষেপকে ‘বহু প্রতীক্ষিত এবং খুব প্রয়োজনীয়’ বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৮: মাছের ডিম বার্ধক্যের ছাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়! মাছের ডিমের এই অবাক করা গুণের কথা জানতেন?
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের
ছাত্র পরিষদের দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রতি সেমেস্টারে নির্দিষ্ট সংখ্যক ছুটি দিতে হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এতে কিছু পদ্ধতিগত সমস্যা আছে। তাই সার্বিক উপস্থিতি থেকে বাড়তি কিছুটা ছাড় দেওয়া হচ্ছে ছাত্রীদের। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র পরিষদ।