রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় আত্মহত্যার চেষ্টা এক তরুণীর। জীবনের ঝুঁকি নিয়ে সেই তরুণীর প্রাণ বাঁচালেন সাব-ইনস্পেক্টর সন্তোষ। ঘটনাটি ঘটেছে কেরলের কুঠিরামাল কুড়ি এলাকায়। প্রায় ছাব্বিশ বছরের এক তরুণী পাহাড়ের প্রান্তে বসে আছেন আত্মহত্যা করার জন্য। পাহাড়ের নীচে সবাই চিৎকার করে ডাকছেন মেয়েটিকে নেমে আসার জন্য। কিন্তু কিছুতেই তিনি কারও কথা শুনছেন না। পরিবারের সদস্যরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলেই তরুণী ঝাঁপ মারবেন বলে হুমকি দিচ্ছেন। বাধ্য হয়ে স্টেশন হাউস অফিসার (এসএইচও) স্থানীয় থানার খবর দেন। খবরটি পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন সাব-ইনস্পেক্টর সন্তোষ। তরুণীর থেকে ফুট পাঁচেক দূরে বসে আছেন তিনি। সন্তোষবাবু জানান, প্রথমে ওর পরিচয় জেনে আত্মহত্যার কারণ জানতে চাইলাম। অনেকক্ষণ কথা বলে ওর মনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলাম। তারপর তরুণীকে বললাম, আমার দুই মেয়েকে কথা দিয়ে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে সব সমস্যার সমাধান করব।
সন্তোষ বলেন, এতক্ষণ চেষ্টার পরও তরুণীকে নিরস্ত্র করানো যাচ্ছিল না। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক পর শেষমেশ তরুণী পাহাড়ের কিনারা থেকে উঠে এগিয়ে আসা মাত্র আমি তাঁকে পাহাড় থেকে নামিয়ে আনি। তাঁর কথায়, ওকে নিরস্ত করতে পারব কিনা মনে সংশয় থাকলেও হাল ছাড়িনি! চ্যালেঞ্জটা নিয়েই ফেলেছিলাম।
পরে ওই তরুণী পুলিশকে জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রেমিক তাঁকে বিয়ে করেননি। তাই তিনি অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে পুলিশকে কথা দিয়েছেন, এ বার তিনি মাথা উঁচু করেই বাঁচার মতো বাঁচবেন। সন্তোষ যে ভাবে ওই তরুণীকে বাঁচিয়েছেন, তার জন্য সব স্তরের মানুষ তাঁকে কুর্নিশ জানাচ্ছেন। কেরল পুলিশও পুরো ঘটনাটির ভিডিওটি তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে।

Skip to content