বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত।

কেরলে পর্যটকদের নৌকাডুবির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। এখন পর্যন্ত কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ রবিবার মধ্যরাত পর্যন্ত চলেছে।
কেরলের অন্যতম পর্যটন কেন্দ্র মালাপ্পুরমের থুভাল থিরাম। পর্যটকেরা রবিবার সন্ধেবেলা থুভাল থিরামের একটি জলাশয়ে হাউসবোটে ছিলেন। ওই বোটে মোট ৪০ জন পর্যটক ছিলেন। আচমকা সেটি উল্টে যায়। দুর্ঘটনা ঘটে সন্ধ্যা ৭টা নাগাদ। খবর পেয়ে পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়ে উদ্ধারকাজে। হাত লাগান স্থানীয়রাও।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

এ প্রসঙ্গে কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখনও অবধি ২১ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই শিশু। আহতদের চিকিৎসা হাসপাতালে চলছে। চিকিৎসাধীনের মধ্যে ৭ জনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের অনুমান, হাউসবোটটির নীচে আরও অনেকে আটকে রয়েছেন। সবাইকে উদ্ধার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে রবিবার রাতে টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ওই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও শোক প্রকাশ করেছেন। সোমবারতিনি তাঁর একাধিক সরকারি কর্মসূচিও বাতিল করেছেন। আজ সকালেই তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছবেন।

Skip to content