শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত স্বর্ণখনি। এটি দেশের সবচেয়ে পুরনো স্বর্ণখনি। কেন্দ্রীয় সরকার সেই খনিতে খননকার্য চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ যুগে, ওই খনি থেকে সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল ৫ কোটি টন! খননের জন্য দরপত্রও চাওয়া হয়েছে। নিলামে ঠিক হবে স্বর্ণখনি খনন কাজের দায়িত্ব কারা পাবে।
খনিটি ২০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ অবস্থায় রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই খনি থেকে ২.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সোনা পাওয়া যেতে পারে। ভারতীয় মুদ্রায় সোনার মূল্য প্রায় ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা!
আরও পড়ুন:

অগ্নি-৫ এর মহড়ায় সফল ভারত, কাদের রাতের ঘুম উড়ল? কতদূরে নিখুঁত আঘাত হানতে সক্ষম?

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

কেন্দ্রীয় সরকার সোনা উত্তোলনে উচ্ছ মানের প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। জানা গিয়েছে, শুধু সোনা নয়, প্যালাডিয়ামও কেন্দ্র উত্তোলন করার কথা ভাবছে। এ প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের কথায়, ”দেশের মূল লক্ষ্য খনিতে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে আর্থিক ভাবে লাভবান হওয়া।” তিনি জানান, এবার কেন্দ্র প্রতি মাসে খননের জন্য নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

উল্লেখ্য, বিশ্বে চিনের পরই সবথেকে বেশি সোনার চাহিদা ভারতে। চাহিদা পূরণে কেন্দ্রকে সোনা আমদানি করতে হয়। বিশ্ব সোনা কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের থেকে এবার সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিক হিসেব বলছে ভারতে সোনার চাহিদা ১৪ শতাংশ বেড়ে ১৯১.৭ টন হয়েছে!

Skip to content