শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

চিনে ক্রমশ চিন্তা বাড়ছে করোনা সংক্রমণ। এই রকম পরিস্থিতিতে দেশে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য অনেক আগে থেকেই বড়সড় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। যদিও কড় পদক্ষেপের প্রায় তিন সপ্তাহ পর সরকারি রিপোর্ট বলছে, দেশে করোনা বাড়ন্ত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১,২৬৮। সংখ্যাটি ১,৫২৬ ছিল তার আগের সপ্তাহে। রিপোর্টে দেখা গিয়েছে, টানা ছ’সপ্তাহ সংক্রমিতের সংখ্যা ২ হাজারের কম রয়েছে। এর অর্থ হল সংক্রমণ চিনে দাপট দেখালেও ভারতে এখনও পর্যন্ত তাঁর প্রভাব তেমন দেখা যায়নি। এমনকি, কর্নাটকেও সংক্রমিতের সংখ্যা এখন নিয়ন্ত্রণে।
আরও পড়ুন:

অস্কারে ঠাঁই পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’! কত দূর পৌঁছল অস্কার দৌড়ে?

একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

এদিকে, এ সপ্তাহে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। গত ৬ জনের মৃত্যু হয়েছিল। গত বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশে মৃত্যুর সংখ্যা ৫০-এর কম। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এখনও শীর্ষে রয়েছে কেরল। তবে সেই সংখ্যাও কমেছে। কেরলে ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৮৩। গত সপ্তাহে সংখ্যাটি কমে হয়েছে ৪৬৭। এ সপ্তাহে কেরলে মৃত্যু হয়েছে ৭ জনের।
আরও পড়ুন:

মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives

উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

চিনে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ভারতে দ্রুত কড়াকড়ি জারি হয়। সেই সঙ্গেই জনমানসে ফিরতে শুরু করে করোনা অতিমারির সময়ের বিভীষিকার কথা। সরকারি তৎপরতাই হোক কিংবা অন্য কোনও বৈজ্ঞানিক যুক্তি, ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মাথাচাড়া দেয়নি। চিন বাদে গোটা বিশ্বেই মোটামুটি ভাবে চিত্র একই। গত দু’তিন সপ্তাহ ধরে গোটা বিশ্বেই সংক্রমণের হার কমছে।

Skip to content