বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অগ্নিপথ প্রকল্পের অধীন ভারতীয় নৌসেনায় যোগ দিতে প্রায় ১০ হাজারেরও বেশি মহিলা আবেদন করেছেন। নৌবাহিনীর অগ্নিবীর নিয়োগের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে গত ১ জুলাই থেকে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে কম করে ২০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তাঁদের নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল, অর্ডন্যান্স এবং নেভাল এয়ার মেকানিকস, কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার) ও কমিউনিকেশনস (অপারেশনস) এবং নৌ গোলন্দাজ বাহিনীতে।
এ প্রসঙ্গে নৌসেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ইতিমধ্যেই প্রথা ভেঙে মহিলা অফিসারদের কাজের সুযোগ দেওয়া শুরু হয়েছে জাহাজে। অগ্নিবীর প্রকল্পে এই প্রথম মহিলারা নাবিক হিসেবেও নৌসেনায় যোগ দিতে পারবেন।
অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশ জুড়ে লাগাতার বিক্ষোভ-আন্দোলন হলেও আবেদনকারীর সংখ্যা থেকে পরিষ্কার তরুণ-তরুণীদের মধ্যে প্রকল্পটিকে নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। এখনও পর্যন্ত অগ্নিবীর হতে চেয়ে আবেদন করেছেন মোট ২ লক্ষ ৭৬০ হাজার। তরুণ-তরুণীদের মধ্যে একই রকম উতসাহের ছবি দেখা যাচ্ছে ভারতীয় নৌসেনাতেও।

Skip to content