বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ধরনায় ব্যাঙ্ক ম্যানেজার।

উলটপুরাণ! এমনটা সাধারণত দেখা যায় না। উলটে এটাই পরিচিত ঘটনা যে, অনেক সময় ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ আদায়কারী সংস্থার গ্রাহকের সঙ্গে অভব্য ব্যবহার করে থাকেন। তবে এই ঘটনাটি অবশ্য সম্পূর্ণ আলাদা।

একজন গ্রাহক ব্যাংক থেকে দেড় কোটি টাকার ঋণ নিয়ে শোধ করছেন না। ব্যাঙ্কের সেই গ্রাহককে একাধিক বার চিঠি দিয়েছে, অনুরোধও করেছে। তাতে অবশ্য কোনও কাজের কাজ হয়নি। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে, ব্যাংকের ম্যানেজার ওই গ্রাহকের দোকানের সামনে বসলেন ধরনায়। সম্প্রতি অভিনব এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপুত্তুরে।
ধরনারত অবস্থায় ব্যাঙ্ক ম্যানেজারের ছবি প্রকাশ্যে আসতে চতুর্দিক শোরগোল পড়ে গিয়েছে। ধরনায় বসেছিলেন ম্যানেজার এস হেমন্ত কুমার। তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কের তিরুপুত্তুর শাখায় কর্মরত। ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন হার্ডওয়ারের ব্যবসায়ী এস অরুণাগিরি নামের এক ব্যক্তি।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-২: প্রসঙ্গ ছত্তিসগড়

উত্তম কথাচিত্র, পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

হেমন্তের অভিযোগ, শুরুতে অরুণাগিরি ইএমআই ঠিকঠাকই দিচ্ছিলেন। তার পরে তিনি আচমকা ঋণ পরিশোধ করা বন্ধ করে দেন। অরুণাগিরি মোট ১০ লক্ষ টাকা শোধ করেছেন। এমনকি, ওই গ্রাহক ব্যাঙ্কের নোটিস পেয়েও বিষয়টিকে গুরুত্ব দেননি। এর পরে ব্যাঙ্ক ম্যানেজার হেমন্ত কুমার অরুণাগিরির হার্ডওয়ায়ের দোকানের সামনে ধরনায় বসেন।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: আপেল খেতে ভালোবাসেন? পুষ্টিগুণ বেশি পেতে দিনের কোন সময়ে খেতে হবে জানেন?

ঠোঁটের কোণে কালচে দাগ-ছোপ? কী ভাবে পাবেন দাগ-ছোপ মুক্ত গোলাপি নরম ঠোঁট

তিরুপুত্তুরের ইন্ডিয়ান ব্যাংক সূত্রে খবর, অরুণাগিরি বছর দুই আগে ব্যবসার জন্য ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। কিছু দিন ইএমআই দেওয়ার পর তিনি টাকা দেওয়া বন্ধ করেন তিনি। ব্যাংক একাধিক বার তাঁর কথা বলেছে। তাতে কোনও কাজ হয়নি। ব্যাঙ্ক ম্যানেজারের ধরনার ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ম্যানেজার ছবি দেখে অবাক নেটিজেনরা।

Skip to content