ছবি প্রতীকী
কেরল, মহারাষ্ট্র, তামিলনা়ড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। কারণ দেশে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। পাশাপাশি দেশে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই সংক্রমণে রাশ টানতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৯৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩১,৭২,৫৪৭ জন। সুস্থ হয়েছেন ৪,২৬,২৫,৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৫,২৪,৬৭৭ জনের। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২২,৪১৬ জন।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৯৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩১,৭২,৫৪৭ জন। সুস্থ হয়েছেন ৪,২৬,২৫,৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৫,২৪,৬৭৭ জনের। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২২,৪১৬ জন।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে