বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভারতে কোভিড সংক্রমণের শিকার হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে এক জনেরও মৃত্যু হয়নি। দেশে এই প্রথম ২০২০ সালের মার্চ মাসের পর ২৪ ঘণ্টায় কোভিডে কোনও মৃত্যু হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৬২৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটিও ২০২০ সালের এপ্রিল মাসের পর সবথেকে কম। ২০২০-র ৯ এপ্রিল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৫৪০। ২০২০ সালে কর্নাটকের ৭৬ বছর বয়সি এক ব্যক্তির দেহে প্রথম করোনা সংক্রমণের খোঁজ পাওয়া যায়। প্রায় ৩ বছর পর দেশে মৃত্যুর সংখ্যা শূন্য হল।
আরও পড়ুন:

‘ব্রহ্মাস্ত্র ২’-এ বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে? কোন চরিত্রের জন্য ভাবা হচ্ছে এই দক্ষিণী সুপারস্টারকে

ত্বকের পরিচর্যায়: ফর্সা হওয়ার দৌড়ে না গিয়ে স্বাভাবিক রং নিয়েই সুন্দর ও সুরক্ষিত থাকুন, জানুন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট কোভিড সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ১৪১ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে সক্রিয় রোগীর ১৪ হাজার ২১। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জনের।
আরও পড়ুন:

অমরনাথের পথে, পর্ব-৩: চন্দনবাড়ি থেকে শুরু হল যাত্রা

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-২১: অবাঞ্ছিত মাছগুলিই এখন পরম কাঙ্ক্ষিত

এই সব তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটে এও বলা হয়েছে, এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে মোট ৪ কোটি ৪১ লক্ষ ১৭ হাজার ৬১১ জন। পাশাপাশি এখনও পর্যন্ত ২১৯ কোটি ৭৪ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে।

Skip to content