ছবি প্রতীকী।
আবার বাড়ল করোনা সংক্রমণের হার। ভারতের দৈনিক সংক্রমণের সংখ্যা চার মাস পরে ফের সাতশো ছাড়িয়ে গেল। সরকারি তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। কর্নাটকে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে।
এর আগে গত বছর নভেম্বরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁয়েছিল। গত ১২ নভেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪। অর্থাৎ করোনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭৩৪-এ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে এখন দেশের করোনার সংক্রমণের হার আবার ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হিসাবে এখনও দেশে করোনা রোগী রয়েছেন ৪৬২৩ জন।
আরও পড়ুন:
উচ্চ রক্তচাপ কিন্তু ডেকে আনে স্ট্রোক-হার্ট অ্যাটাক, অসুখ নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন?
বিধানে বেদ-আয়ুর্বেদ: আমবাতের সমস্যায় ভুগছেন? ভালো থাকবেন এই ঘরোয়া উপায়গুলি মেনে চললে
আবহাওয়া পরিবর্তনের সময়ে অসুস্থতা বাড়ে। কিন্তু গত কয়েক মাসে এক ধরনের জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে শিশুরাও আক্রান্ত হতে শুরু করেছে অ্যাডিনো ভাইরাসে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৫: নৌকো উল্টে সত্যেন্দ্রনাথের আইসিএস পড়তে যাওয়া বানচাল হতে বসেছিল
রূপচর্চার প্রসাধনী তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে বহু দিন ভালো থাকবে
এর মধ্যে আবার দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধির হার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায়শই বিদেশি পর্যটকদের শরীরে করোনা সংক্রমণের হদিস পাওয়া যাচ্ছে। বুধবারও অস্ট্রেলিয়া থেকে রাজস্থানে বেড়াতে আসা চারজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে।