বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

মাঝে মধ্যে বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরম থেকে নিস্তার নেই। এই মুহূর্তে স্বস্তির জন্য বর্ষার পথ চেয়ে বসে রয়েছেন। সাধারণ জুন মাস থেকেই বর্ষার আগমন সূচিত হয়। নতুন মাস শুরু হতে সপ্তাহ দুয়েক বাকি। মৌসম ভবন অবশ্য এর মধ্যেই বর্ষার সংবাদ শুনিয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে। এ বার দেশে বর্ষা ঢুকতে কিছুটা দেরি হতে পারে। মঙ্গলবার মৌসম ভবন এমনই পূর্বাভাস দিয়েছে।
দেশে বর্ষার প্রবেশের স্বাভাবিক সময় হল ১ জুন। প্রথমে কেরলেই বর্ষা প্রবেশ করে। মৌসম ভবন জানিয়েছে, কেরলে এ বছর বর্ষা প্রবেশ করতে দিন চারেক দেরি হতে পারে। অর্থাৎ, কেরলে আগামী ৪ জুন বর্ষার ঢুকতে পারে। উল্লেখ্য, হাওয়া দফতরের রিপোর্ট বলছে, গত ৫ বছরে মাত্র এক বারই দেশে সময় মেনে বর্ষা প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছিল ২০১৮ এবং ২০২২ সালে। ২০১৮ এবং ২০২২ সালে ২৯ মে বর্ষা ঢুকেছিল। ২০১৯ এবং ২০২১ সালে দেশে নির্দিষ্ট সময়ের কিছু দিন পরে বর্ষা ঢুকেছিল। ২০১৯ সালে বর্ষা প্রবেশ করেছিল ৮ জুন। ২০২০ সালে দেশে ১ জুন বর্ষা প্রবেশ করেছিল। ২০২১ সালে বর্ষা এসেছিল ৩ জুন।
আরও পড়ুন:

প্রচণ্ড রোদে বেরোলেও ট্যান পড়বে না ত্বকে! কী ভাবে সম্ভব? রইল টিপস

বৃহস্পতিতে পুরী-হাওড়া বন্দে ভারতের যাত্রা শুরু, নিয়মিত চলবে শনিবার থেকে

বাংলায় বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১০ জুন। যে হেতু এ বছর কেরলে ৪ দিন পরে বর্ষা প্রবেশ করছে, সে কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষা কেরলে দেরিতে প্রবেশ করলে বাংলাতেও বিলম্ব হবে, এর কোনও নিশ্চয়তা নেই। বিষয়টি পরিষ্কার হবে কেরলে বর্ষা প্রবেশের পরই।
আরও পড়ুন:

পোন্নিয়িন সেলভান ২: ছোটবেলার ভালোবাসার সামনে ‘পরদারেষু মাতৃবৎ’ও দুর্বল হয়েছিল

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

এ নিয়ে আগেই মৌসম ভবন জানিয়েছিল, এ বছর বর্ষা স্বাভাবিক হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছিল। তীব্র গরমে জেরবার পরস্থিতি হয়েছিল। এই পরিস্থিতিতে বর্ষার অপেক্ষায় জনতা।

Skip to content