ছবি: প্রতীকী।
ফের নোট বাতিল! এ বার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার আরবিআই এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। ২ হাজার টাকার নোট আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে নরেন্দ্র মোদীর সরকার ২০১৬ সালে নোট বাতিল করেছিল। প্রথম বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তে সারা দেশ হইচই পড়ে গিয়েছিল। আমনতা এই সিদ্ধান্তে বিপাকে পড়েছিলেন। সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতিও। আবার ২০১৬ সালে পরে ২০২৩ সালে ৭ বছরের মাথায় ফের ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এখন আপনার কাছে ২ হাজার টাকার নোট থাকলে কী করবেন?
আরবিআই জানিয়েছে, ২ হাজারের নোটের আইনি বৈধতা থাকবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। ব্যাঙ্কে ২ হাজারের নোট ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জমা দিতে হবে। অর্থাৎ, আপনার কাছে ২ হাজার টাকার নোট থাকলে তা সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে।
আরবিআই জানিয়েছে, ২ হাজারের নোটের আইনি বৈধতা থাকবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। ব্যাঙ্কে ২ হাজারের নোট ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জমা দিতে হবে। অর্থাৎ, আপনার কাছে ২ হাজার টাকার নোট থাকলে তা সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে।
আরও পড়ুন:
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১৩: অদ্বিতীয় সম্রাট
স্নানপোশাকেই মেতে উঠলেন নাচে! কোন সাফল্য উদ্যাপনে মশগুল সালমা হায়েক?
কী ভাবে জমা করবেন?
আরবিআই জানিয়েছে, ২ হাজারের নোট নিজেদের ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারবেন। ২ হাজারের নোট ২৩ মে থেকে ব্যাঙ্ক এবং আরবিআইয়ের আঞ্চলিক দফতরেও জমা দেওয়া যাবে।
এক সঙ্গে কত পরিমাণ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারবেন? এক দিনে ২ হাজারের নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। মূলত নোট জমা করতে গিয়ে ব্যাঙ্কের প্রতিদিনের কাজকর্ম যাতে ব্যাঘাত না তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরবিআই জানিয়েছে, ২ হাজারের নোট নিজেদের ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারবেন। ২ হাজারের নোট ২৩ মে থেকে ব্যাঙ্ক এবং আরবিআইয়ের আঞ্চলিক দফতরেও জমা দেওয়া যাবে।
এক সঙ্গে কত পরিমাণ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারবেন? এক দিনে ২ হাজারের নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। মূলত নোট জমা করতে গিয়ে ব্যাঙ্কের প্রতিদিনের কাজকর্ম যাতে ব্যাঘাত না তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, ‘অপরাজিত’র সম্পাদনার সময় সত্যজিতের মনে হয়েছিল মিলি চরিত্রটির প্রয়োজন নেই, অগত্যা বাদ পড়লেন তন্দ্রা
স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না
২ হাজার টাকার নোটে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে তার মধ্যে অবশ্যই তা ব্যাঙ্কে জমা করতে হবে। ২ হাজার টাকার নোট জমা করার সময় ব্যাঙ্ককে কেওয়াইসি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানাতে হবে।
আরবিআই জানিয়েছে, গত বার ২০১৬ সালে নোট বাতিলের সময় বাতিল করা হয়েছিল ৫০০ এবং ১ হাজার টাকার নোট। তখন নোটের ঘাটতি পূরনের জন্য ২ হাজার টাকার নোট নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে অন্য সব নোটের জোগান ঠিকঠাক রয়েছে। সে কারণে ২ হাজার টাকার নোট ২০১৮-১৯ সালে ছাপানো বন্ধ করে দেওয়া হয়।
আরবিআই জানিয়েছে, গত বার ২০১৬ সালে নোট বাতিলের সময় বাতিল করা হয়েছিল ৫০০ এবং ১ হাজার টাকার নোট। তখন নোটের ঘাটতি পূরনের জন্য ২ হাজার টাকার নোট নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে অন্য সব নোটের জোগান ঠিকঠাক রয়েছে। সে কারণে ২ হাজার টাকার নোট ২০১৮-১৯ সালে ছাপানো বন্ধ করে দেওয়া হয়।