শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

এখনও চৈত্র শেষ হতে দিন কয়েক বাকি। বাংলায় ইতিমধ্যেই তীব্র গরম দাপট দেখাতে শুরু করেছে। তবে শুধু বাংলা নয়, এপ্রিলের মাঝামাঝি নাগাদ দেশের একাধিক জায়গায় তীব্র দহনে কাবু সাধারণ আমজনতা। হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এখনই আবহাওয়া পরিবর্তনের কোনও পূর্বাভাসই নেই।

মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের একাধিক রাজ্যে তাপমাত্রার পারদ চড়বে। বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যদি কোনও কোনও এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর।
হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশায়। এই রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে বৃষ্টির দিন দুয়েক পর থেকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ছত্তীসগঢ় রাজ্যেও তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করবে।
আরও পড়ুন:

৫০-এর পরেও ঝকঝকে স্বাস্থ্যজ্জ্বল ত্বক চাই? এর জন্য কী কী করবেন?

৫০-এর পরেও ঝকঝকে স্বাস্থ্যজ্জ্বল ত্বক চাই? এর জন্য কী কী করবেন?

এপ্রিলের শুরুর দিকেই মৌসম ভবন জানিয়েছিল, উত্তর ও পশ্চিমের কিছু জায়গা ছাড়া বাকি প্রায় সব রাজ্যেই স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি থাকবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাত, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাবে। এমনিতেই এই সব রাজ্যে তাপপ্রবাহ হয়ে থাকে। যদিও এ বছর তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:

আর কিছু ক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়, তীব্র দহনে থেকে কি স্বস্তি মিলবে?

প্রথম বার গঙ্গার নীচ দিয়ে মেট্রো পৌঁছবে হাওড়া! আপাতত দু’টি রেক যাচ্ছে, মহড়া কবে?

আবহাওয়া সংক্রান্ত হিসাব রাখা শুরু হয়েছিল ১৯০১ সাল থেকে। ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশি গরম পড়েছিল। ফেব্রুয়ারিতে এর আগে কখনও এত তাপমাত্রার নজির ছিল না। সেই সঙ্গে মৌসম ভবন এও জানিয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গরমও নতুন রেকর্ড তৈরি করতে পারে।

Skip to content