শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রান্নার গ্যাসের দাম কমাচ্ছে কেন্দ্র। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মোদী সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার ছাড়পত্র দিয়েছে। আর যাঁরা উজ্জ্বলা প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে রান্নার গ্যাস কমছে ৪০০ টাকা করে।
নির্মলা এ নিয়ে একটি এক্স (সাবেক টুইটার) করেছেন। তাতে তিনি জানিয়েছেন, মোদী সরকার রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রাখিবন্ধন উৎসব উপলক্ষে এমন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে আরও ৭৩ লক্ষ মহিলাকে আনা হবে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল: অফিসপাড়ার ক্যান্টিন ডেকার্স লেনে কোলাহল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১: সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়

এই মুহূর্তে দিল্লিতে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ১,১০২.৫০ টাকা এবং ১,১১৮.৫০ টাকা করে। আর কলকাতায় ১,১২৯ টাকা করে দাম সিলিন্ডার পিছু। এর থেকে ২০০ টাকা কম দামে সাধারণ গ্রাহকেরা গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। দিল্লিতে এখন দাম পড়বে ৯০৩ টাকা। রাজধানীতে যাঁরা উজ্জ্বলা প্রকল্পের আওতায় রয়েছেন তাঁরা প্রতি সিলিন্ডারের জন্য দাম দেবেন ৭০৩ টাকা।

Skip to content