ছবি প্রতীকী।
বদলে যাচ্ছে সোনা কেনার নিয়ম। পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। এ নিয়ে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (বিআইএস) নির্দেশ, আগামী ৩১ মার্চের পর কেনা যাবে না ছয় অঙ্কের হলমার্ক ছাড়া সোনার গয়না।
‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (বিআইএস) নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অঙ্কের হলমার্ক ছাড়া সোনার গয়না কেনা যাবে না। দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতেই এই উদ্যোগ বলে সরকারি তরফে জানানো হয়েছে।
‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (বিআইএস) নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অঙ্কের হলমার্ক ছাড়া সোনার গয়না কেনা যাবে না। দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতেই এই উদ্যোগ বলে সরকারি তরফে জানানো হয়েছে।
উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ছয় অঙ্কের ‘হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন’ ছাড়া গয়না কেনা যাবে না ৩১ মার্চের পর থেকে। সেই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীরা এই কোড ছাড়া পুরনো গয়না বিক্রিও করতে পারবেন না।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: জেনে নাও একাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষায় কীভাবে বেশি নম্বর পাবে
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৮: যেখানে বাঘের ভয় সন্ধে ঠিক সেখানেই হয়, আমারও ঠিক তাই হল
নতুন নিয়ম অনুযায়ী, সোনার গয়না কেনাকাটির ক্ষেত্রে কেবল ছয় নম্বরের ‘আলফানিউমেরিক’ হলমার্কই সর্বত্র গ্রহণযোগ্য হবে। এর আগে যে চার অঙ্কের হলমার্ক নম্বর চালু ছিল, সরকার তা সম্পূর্ণ ভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৫: সুন্দরবনের মাছ বৈচিত্র্যের ক্ষতিকারক প্রজাতি হল ক্রোকোডাইল ফিশ
পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’
উল্লেখ্য, হলমার্ক ব্যবস্থা চালু করা হয়েছিল সোনার গুণগত মান এবং সেটি আসল কি না, তা যাচাই করতে। জানা গিয়েছে, ক্রেতাদের মধ্যে চার এবং ছয় অঙ্কের হলমার্কিং নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এই নতুন ব্যবস্থা চালু করছে সরকার।
বিক্রেতা এবং ক্রেতা উভয়ই গয়নার পিছনে খোদাই করা ছয় অঙ্কের সংখ্যা দিয়ে ওই গয়নার সম্পর্কে সব তথ্য যাচাই করে নিতে পারবেন। সেই সঙ্গে ঠেকানো যাবে প্রতারণাও। কেন্দ্রীয় সরকার ২০২১ সালের মাঝামাঝি থেকে সোনার গয়না কেনয় হলমার্ক বাধ্যতামূলক করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ক্রেতাদের সুরক্ষার জন্যই। পাশাপাশি গয়না সম্পর্কে যাবতীয় তথ্যও মিলবে।
বিক্রেতা এবং ক্রেতা উভয়ই গয়নার পিছনে খোদাই করা ছয় অঙ্কের সংখ্যা দিয়ে ওই গয়নার সম্পর্কে সব তথ্য যাচাই করে নিতে পারবেন। সেই সঙ্গে ঠেকানো যাবে প্রতারণাও। কেন্দ্রীয় সরকার ২০২১ সালের মাঝামাঝি থেকে সোনার গয়না কেনয় হলমার্ক বাধ্যতামূলক করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ক্রেতাদের সুরক্ষার জন্যই। পাশাপাশি গয়না সম্পর্কে যাবতীয় তথ্যও মিলবে।