শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ছবি প্রতীকী

এবার কেন্দ্রীয় সরকার সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল। নতুন য়ম কার্যকর হল ১ জুন থেকে থেকেই। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এ বার থেকে সব সোনার উপরেই হলমার্ক ট্যাগ বসবে। এখন হলমার্ক ট্যাগ বসানো হয় কেবল ১৪ ক্যারট, ১৮ ক্যারট, ২০ ক্যারট, ২২ ক্যারট, ২৩ ক্যারট এবং ২৪ ক্যারট ক্যারটের উপর। অর্থাৎ এত দিন পর্যন্ত ২১ ক্যারট এবং ১৯ ক্যারট সোনার উপর বসত না হলমার্ক ট্যাগ। যদিও নতুন নিয়মে সব ধরনের সোনার গয়নাতেই হলমার্ক দেওয়া বাধ্যতামূলক করল করল কেন্দ্র।
দু’ দশক আগে দেশে প্রথম হলমার্ক ব্যবহার শুরু হলেও ২০২১ সালের ১৬ জুন সোনার গয়নায় হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করে ভারত সরকার। যদিও এখনও কার্যকর হয়নি সেই নিয়ম। তবে এখন থেকে গ্রাহকরা আর হলমার্ক ছাড়া গয়না কিনতে পারবেন না। যদিও কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম কেবল বিক্রেতাদের জন্যই কার্যকর হয়েছে। তাই গ্রাহকদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।

Skip to content