শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


দিল্লির রোহিণীতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। রোহিণীর ব্রহ্ম শক্তি হাসপাতালের চতুর্থ তলে শনিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় আইসিইউ বিভাগে থাকে এক রোগীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই দমকলের ন’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন।
হাসপাতালে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল না। সে কারণেই এই বিপত্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ভেন্টিলেটর সাপোর্টে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।


Skip to content