শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


উদ্ধব ঠাকরে।

প্রয়াত বালাসাহেব ঠাকরের হাতে তৈরি ‘আসল শিবসেনা’ এখন কার তা বেছে নিতে উদ্যোগী হল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে উদ্ধব শিবির ধাক্কা খাওয়ার পর শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একানাথ শিন্ডের পক্ষের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন উদ্ধবদের নোটিস দিয়েছে। শিবসেনা দলের প্রতীক ‘তির-ধনুক’ কেন তাদের থাকবে, সে বিষয়ে নথিপত্র পেশ করতে বলা হয়েছে। আগামী শনিবার বেলা ২টোর মধ্যে তা পেশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রে উপনির্বাচনের মুখ্যমন্ত্রী একানাথ শিন্ডে শিবির নির্বাচন কমিশনের কাছে শিবসেনার নির্বাচনী প্রতীক বণ্টনের অধিকার চেয়ে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে এই নোটিস। যদিও তথ্য-প্রমাণ পেশের জন্য উদ্ধব শিবিরকে মাত্র ২৪ ঘণ্টা সময় দেওয়া হল বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:

মালদহের গঙ্গায় ভেলায় ভাসিয়ে দেওয়া ‘কর্ণ’সম শিশুকন্যা উদ্ধার রতুয়ায়, ফুটফুটে সদ্যোজাতর অবস্থা স্থিতিশীল

বাংলা থেকে সোমবারের আগে বিদায় নিচ্ছে না বর্ষা, জানিয়ে দিল হাওয়া অফিস

প্রকৃত শিবসেনা কারা, তা বেছে নেওয়ার ভার যাতে নির্বাচন কমিশনকে না দেওয়া হয়, তা নিয়ে শীর্ষ আদালতে উদ্ধব শিবির আবেদন করেছিল। যদিও গত ২৭ সেপ্টেম্বর আদালত তা খারিজ করে দেয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ উদ্ধব শিবিরের সেই আবেদন বাতিল করে দিয়ে ‘প্রকৃত শিবসেনা’ বেছে নেওয়ার অনুমতি দেয় কমিশনকে।

Skip to content